মারুফ খান মুন্না :: সুনামগঞ্জে টানা ঝড় ও শিলাবৃষ্টির কারণে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে জেলার সকল উপজেলায় সপ্তাহব্যাপী পল্লী বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় জেলার প্রায় দেড় লাখ গ্রাহক জীবিকানির্বাহসহ নানা সমস্যায় ভোগান্তিতে পড়েছেন।  বিদ্যুতের এমন ভেল্কিবাজিতে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হচ্ছে হাজার হাজার এইচএসসি পরীক্ষার্থীদের।লেখাপড়ার কাজে বিঘ্ন ঘটছে তাদের। শুধুমাত্র শিক্ষার্থীরা নয় নেতিবাচক প্রভাবও পড়েছে ব্যবসা-বাণিজ্যে এবং সাংসারিক কাজেও। অনেক গ্রাহক  মনে করছেন পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের অবহেলায় সপ্তাহব্যাপী তাঁরা অন্ধকারে নিমজ্জিত আছেন। অবশ্য এমন অভিযোগ অস্বীকার করে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্তৃপক্ষ জানিয়েছেন, ঝড় ও শিলাবৃষ্টির কারণে জেলার সকল উপজেলায় বিদ্যুতের খুঁটি, ট্রান্সমিটার, তার ইত্যাদিতে গাছপালা পড়ে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে পড়েছে। লাইন মেরামতের জন্য সকল উপজেলায় পল্লী বিদ্যুতের লোকজন কাজ চালিয়ে যাচ্ছেন। কিছু কিছু স্থানে ইতিমধ্যে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে এবং অন্যান্যস্থানে শীঘ্রই বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করা হচ্ছে।জেলার সদর উপজেলা, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা, দিরাই, শাল্লা, জগন্নাথপুর, দক্ষিণ সুনামগঞ্জ, দোয়ারা ও ছাতক উপজেলায় সপ্তাহব্যাপি বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

ছাতক উপজেলার এইচএসসি পরীক্ষার্থী নওরিন আখতার বলেন, ‘বিদ্যুৎ লাইন কাজ করার পরও নিয়মিত বিদ্যুৎ সরবরাহ পাচ্ছি না।বিশেষ করে সন্ধ্যার পর বিদ্যুৎ থাকে না বললেই চলে। যা আমাদের পড়ালেখায় মারাত্মক ক্ষতি করছে।’ সদর উপজেলার এইচএসসি পরীক্ষার্থী ইমরান আহমদ বলেন, ‘পল্লী বিদ্যুৎ এর  গ্রাহকরা মারাত্মকভাবে ভোগান্তির শিকার।একটু ঝড়তুফানেই বিদ্যুৎ চলে যায়, সরবরাহ বন্ধ থাকে ঘন্টার পর ঘন্টা। এতে এইচএসসি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক সমস্যা হচ্ছে।’মঈনপুর গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল হাই বলেন, ‘পল্লী বিদ্যুৎ আসে আর যায়। ভালো দিনেও বিদ্যুৎ থাকে না এলাকায়। এখন ঝড়-বৃষ্টির দিনে টানা কয়েকদিন থাকে না। পল্লী বিদুতের সেবার মান বাড়াতে লোকবলও বাড়াতে হবে।’গ্রাহকরা জানান, বিতরণ ব্যবস্থায় অবহেলা ও গ্রাহকসেবায় ত্রুটির কারণে পল্লী  বিদ্যুৎ খাতে সরকারের সফলতা ম্লান হচ্ছে। তারা সকলের জন্য বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে এবং দ্বায়িত্বে অবহেলাকারী পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn