বার্তা ডেস্ক :: সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় বরইয়া নদীতে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। শনিবার (২১ নভেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রলারের ছাদে থাকা ৬০ বস্তা সিমেন্টসহ ব্যবসায়ীদের মালামাল তলিয়ে গেছে। তবে কোনো প্রাণহানি ঘটেছে কি-না, তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরইয়া নদীর জয়শ্রী বাজার ঘাট থেকে প্রতিদিন পাশের জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার ঘাট পর্যন্ত একটি ট্রলার যাত্রী পরিবহন করে। পাশাপাশি ট্রলারটিতে বিভিন্ন দোকানের মালামালও বহন করা হয়। আজ সাচনাবাজার থেকে ছেড়ে আসা ট্রলারটি রাত ৮টার দিকে জয়শ্রী গ্রামের সামনে পৌঁছায়। তখন ট্রলারটি উল্টে ডুবে যায়। নৌযানটিতে ১৫-২০ জন যাত্রী ও ৬০ বস্তা সিমেন্টসহ মনিহারি দোকানের মালামাল ছিল। ট্রলারটি উল্টে গেলে অনেকে সাঁতরে তীরে উঠে পড়েন। তবে এখনও কোনো নিখোঁজের খবর পাওয়া যায়নি। ধরমপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন জাগো নিউজকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়রা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন। কারও প্রাণহানি বা কোনো যাত্রীর নিখোঁজ থাকার খবর এখনও পাওয়া যায়নি।
সংবাদ টি পড়া হয়েছে :
১৩৭ বার