ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন,সুনামগঞ্জ ও কুমিল্লায় যারা দলের সিদ্ধান্তের বিরু‌দ্ধে ছিল শীঘ্রই তাদের বিরু‌দ্ধে দলীয় শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্যকারী‌দের বিরু‌দ্ধে শা‌স্তিমূলক ব্যবস্থা গ্রহ‌ণের জন্য নির্বাহী ক‌মি‌টির মিটিংয়ে সুপা‌রিশ কর‌বে সম্পাদক মণ্ডলী বোর্ড। সেখানেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। রবিবার (২ এপ্রিল) সকালে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালে দলটির নিয়মিত বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সুনামগঞ্জ ও কুমিল্লা নির্বাচনের প্রসঙ্গ টেনে এ কথা বলেন তিনি। কাদের বলেন,“দলের অভ্যন্তরীণ দুর্বলতা নিয়ে সম্পাদক মন্ডলীর সভায় বিস্তারিত আলোচনা করেছি। দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের বিষয়ে করণীয় নিয়ে আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। কারণ দলের মেজর সিদ্ধান্ত দলের কার্যনির্বাহী কমিটিতে গ্রহণ করা হয়। সামনে কার্যনির্বাহী কমিটির সভা। সেখানেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়া হবে।”

তিনি বলেন, সুনামগঞ্জ ও কুমিল্লা নির্বাচন এবং আগামীতে আরো কিছু নির্বাচন রয়েছে। কুমিল্লায় আমাদের অভ্যন্তরীণ কিছু দুর্বলতা ছিল। ভবিষ্যতে দলকে আরও বেশি সুসংগঠিত করতে কিছু সুপারিশও আমরা কার্যনির্বাহীর সভায় পাঠাচ্ছি। আগামী ১২ এপ্রিল দলের কার্যনির্বাহী কমিটিতে দলীয় প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে আজকের আলোচনার বিষয়বস্তু সুপারিশ আকারে তুলে ধরা হবে। এ বিষয়ে নির্বাহী কমিটি সিদ্ধান্ত গ্রহণ করবে।”

তিনি বলেন, আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উৎযাপন উপলক্ষে আওয়ামী লীগের শোভাযাত্রা র‌্যালি রাজধানীর বাহাদুর শাহ পার্ক থেকে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শেষ হবে। র‌্যালির দায়িত্ব দেয়া হয়েছে আওয়ামী লীগের সাংস্কৃতিক কমিটি ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগকে। বৈঠকে ১৭ এপ্রিল মুজিব নগর সরকার উৎযাপন কমিটি গঠন করা হয়েছে। দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনকে কমিটির প্রধান করা হয়েছে বলেও জানান কাদের। বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম, কৃষি বিষয়ক সম্পাদাক ফরিদুন্নাহার লাঈলী প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn