বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ হাওর পরিদর্শন শেষে সুনামগঞ্জে অবস্থান করছেন। আজ তিনি সুনামগঞ্জে রাত্রিযাপন করবেন। এর আগে সোমবার দুপুরে হেলিকাপ্টারযোগে সুনামগঞ্জ এসে পৌঁছেন। দুপুর আড়াইটায় তিনি সুনামগঞ্জ পুলিশ লাইন হেলিপ্যাড মাঠে তাকে বহরকারী হেলিকাপ্টারটি অবতরণ করে। দুপুর ১২টায় কিশোরগঞ্জের মিঠামইন এলাকা থেকে লোফ্লাইং ফ্লাইটে তিনি অকালে তলিয়ে যাওয়া হাওর পরিদর্শন করে নেত্রকোণা আসেন।
সেখান থেকে তিনি আবার লো ফ্লাইং করে সুনামগঞ্জের পশ্চিমাঞ্চলের তলিয়ে যাওয়া হাওর দেখে দুপুর আড়াইটায় সুনামগঞ্জ পুলিশ লাইন হেলিপ্যাডে অবস্থান করেন। পুলিশ লাইন থেকে সুনামগঞ্জ সার্কিট হাউসে চলে আসেন। বিকেল ৫টায় সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘর পরিদর্শন করেন রাষ্ট্রপতি। সন্ধ্যায় সুনামগঞ্জ শিল্পকলা অডিটোরিয়ামে সুুধীজনের সঙ্গে মতবিনিময় করেন। রাতে সার্কিট হাউসে তিনি সুনামগঞ্জের মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন। ১৯৭১ সনে তিনি সুনামগঞ্জের টেকেরঘাট সাব সেক্টরের যোদ্ধা ও সংগঠক ছিলেন। রাতে তিনি সার্কিট হাউসে অবস্থান করে মঙ্গলবার সকালে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিবেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn