সুনামগঞ্জ-২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের বিজিরি টহল পৃথক তিনটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ আমদানি নিষিদ্ধ নাসির বিড়ির চালান ও ইয়াবা সহ এক নারী মাদক চোরাকারবারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতর নাম সুফিয়া আক্তার। সে সদর উপজেলার মঙ্গলকাঁচার ফেটেরগাঁওর রুপ চাঁনের স্ত্রী।’ ব্যাটালিয়ন হেডকোয়ার্টার সুত্রে জানা গেছে, তাহিরপুরের লাউড়েরগড় বিওপির বিজিবির একটি টহল দল দক্ষিণ মোকশেদপুর এলাকা থেকে মঙ্গলবার ৯৬ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদের বোতল আটক করে।’ অপরদিকে পার্শ্ববর্তী বিশ^ম্ভপুরের চিনাকন্দি বিওপির বিজিবির অপর একটি টহল দল মধ্যনগর নাম এলাকা থেকে সোমবার রাতে ৬৩ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ অতিরিক্ত নিকোটিন যুক্ত শেখ নাসির উদ্দিন বিড়ি ও ৯৬ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদের বোতল আটক করে।

এছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর  ও নারায়ণতলা বিওপির বিজিবির যৌথ অভিযানে, সদর উপজেলার  ফেটেরগাঁও’র সুফিয়া আক্তারের হেফাজত থেকে ৮০ পিস ইয়াবা সহ সোমবার রাতে তাকে গ্রেফতার করে। আটককৃত মদ, বিড়ি ও ইয়বার মুল্য প্রায় ২ লাখ ৬২ হাজার ৫’শ টাকা।’ সুনামগঞ্জ সদর সডেল থানার ওসি মো. শহীদুল্লাহ জানান, ইয়াবা সহ আটককৃত নারী মাদক চোরাকারবারীকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

 

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn