সুনামগঞ্জে ৫৪ লাখ টাকার ভারতীয় ক্রিমের চালান আটক
ছাতক :: ছাতকে র্যাবের অভিযানে ভারতীয় ক্রিম’র বিশাল চালান আটক করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৫৪ লাখ ২০ হাজার টাকা। রবিবার ভোর ৫টায় এ অভিযান পরিচালনা করে র্যাব সদস্যরা। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিপিসি-১ এর একটি দল সিনিয়র এএসপি নাহিদ হাসান ও এএসপি আফসান এর নেতৃত্বে রবিবার ভোর ৫টায় সুনামগঞ্জের ছাতক থানার টেংগারগাঁও এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ২৭ হাজার ১০০ পিস ভারতীয় ক্রিম আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৫৪ লাখ ২০ হাজার টাকা। এসময় পণ্য পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দসহ ২ চোরাকারবারিকে আটক করে র্যাব সদস্যরা। তারা হলো- দোয়ারাবাজার থানার গিলাচলা গ্রামের মৃত আব্দুল্লাহের ছেলে মো. আব্দুল জলিল (২৬) ও একই থানার শ্রীপুর গ্রামের আব্দুল নুরের ছেলে মো. ছানোয়ার হোসেন (১৯)। আসামিদের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় র্যাব বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।