‘ সুনামগঞ্জ আ’লীগের সব ইউনিট কমিটি বিলুপ্তি নিয়ে অপপ্রচার’
শুক্রবার সুনামগঞ্জ শহরের শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জামালগঞ্জ ও মধ্যনগর কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত হয়। বৈঠকে নেতৃবৃন্দ এক হয়ে সিদ্ধান্ত নিলেও বৈঠক শেষে রাতে জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক অ্যাডভোকেট নূরে আলম সিদ্দীক উজ্জ্বল গনমাধ্যমকে জানান, সুনামগঞ্জ সদর, পৌরসভা, ছাতক, দোয়ারাবাজার, জামালগঞ্জ ও মধ্যনগর কমিটি ভেঙে দেওয়া হবে। এ নিয়ে বিভ্রান্তি দেখা দেয়। কিন্ত পরবর্তীতে এর সত্যতা মিলেনি। অভিযোগ উঠেছে, আওয়ামী লীগের একটি অংশের কারণে সবক’টি কমিটি ভেঙে দেওয়ার ঘোষানা দিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। ওই পক্ষ চাচ্ছে কমিটি থাকার পরও নতুন করে কমিটি দিয়ে নিজেদের পাল্লা ভারি করতে। নাম প্রকাশে অনিচ্ছুক জেলা আওয়ামী লীগের এক নেতা অভিযোগ করেন, দলের ঐক্য বিনষ্ট করতে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। সাধারণ সম্পাদকের আস্থাভাজন উজ্জ্বল কিছু নেতার প্রেসক্রিপশনে ভূয়া তথ্য সরবরাহ করেন। আর সেই বিভ্রান্তির কারণে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। এর আগে ইউনিটের নেতৃবৃন্দ সব কমিটি ভেঙ্গে দেওয়ার খবরের সত্যতা জানতে দৌড়ঝাপও শুরু করেন। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বিষয়টি খোলাসা করেন। ফলে নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।