সুনামগঞ্জ কোর্টে ইমরান এইচ সরকারের বিরুদ্ধে মানহানি মামলা
গণজাগরন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের বিরুদ্ধে মামলা হয়েছে। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদের মিছিল থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আপত্তিকর স্লোগন দেওয়ার অভিযোগে এ মামলা করেছেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও শেখ রাসেল পরিষদ সুনামগঞ্জ জেলার আহ্বায়ক নুর মোহাম্মদ স্বজন। মামলার অপর আসামী সনাতন উল্লাস। ০৪/০৬/২০১৭ ইং রবিবার বাদী সুনামগঞ্জ সদর কোর্ট এ মামলা করেন । আদালত মামলাটি আমলে নিয়ে প্রতিবেদন দাখিলের জন্য সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে। মামলাটির নম্বর – সি. আর. ২৪৮/১৭ ইং
এতে নুর মোহাম্মদ স্বজন বলেন, প্রত্যক্ষ ভোটে নির্বাচিত তিনবারের সফল প্রধানমন্ত্রীকে আপত্তিকর স্লোগান রাষ্ট্রদ্রোহীতার সামিল, প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা করা রাষ্ট্রের প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। তাই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর স্লোগান দেওয়ায় ইমরান এইচ সরকারকে ও অপর আসামী সনাতন উল্লাসসহ অজ্ঞাত আসামীদেরকে আইনের আওতায় এনে দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবী করছি।
এ প্রসঙ্গে উক্ত মামলার বাদী পক্ষের আইনজীবী এড. আব্দুল আজাদ রোমান বলেন, মামলাটি বিজ্ঞ বিচারক আমলে নিয়েছেন। ভাস্কর্য সরানোর প্রতিবাদে শাহবাগে গণজাগরনের মিছিলে “ ছি ছি হাসিনা, লজ্জায় বাচিনা” ও বাংলাদেশ হারেনি, হেরেগেছে হাছিনা, স্লোগান ওঠে। বাদী মনে করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর স্লোগানে দেশ, প্রধানমন্ত্রী ও জনগনের মানহানি হয়েছে। এ ঘটনায় দন্ড বিধি ৫০০ ধারায় মানহানির অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে। ।