জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ সুনামগঞ্জ জেলা শাখার সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের উদ্যোগে এবং সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নোমান বখত পলিনের নির্দেশনায় যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালিত হয়েছে। সকাল ৯ টা ৩০ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন নেতৃবৃন্দ। পরবর্তীতে সুনামগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি জীতেন্দ্র তালুকদার পিন্টু, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সুয়েব চৌধুরী, সহ-সভাপতি ঝন্টু তালুকদার,
সুনামগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, জেলা যুবলীগের সাবেক সদস্য অ্যাড পঙ্কজ তালুকদার, সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী,সুনামগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ সভাপতি শফিকুল ইসলাম,যুগ্ম সম্পাদক সৈকতুল ইসলাম শওকত, দপ্তর সম্পাদক লিটন সরকার, যুবলীগনেতা শাহীন হোসেন, গোলাম দবীর,আফজাল হোসেন,শুভ বণিক, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক তানজিলুর রহমান, সাবেক ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক সুমিত পুরকায়স্থ রাহুল, সাবেক গ্রন্থণা ও প্রকাশণা বিষয়ক শুভ দাস, শেখ রাসেল পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাবেক আহবায়ক নুর মোহাম্মদ স্বজন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগনেতা অনুকূল তালুকদার, সাকিব আহমেদ প্রমুখ।
এছাড়াও সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নোমান বখত পলিনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৯৭৫ এর ১৫ আগষ্টের সকল শহীদের আত্মার শান্তির জন্য সুনামগঞ্জ কেন্দ্রীয় মসজিদে বাদ আসর মিলাদ মাহফিল ও সকাল ১১ টায় কেন্দ্রীয় দুর্গাবাড়ী মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়৷
সংবাদ টি পড়া হয়েছে :
১৪৬ বার