সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা ঘোষনার দাবী জানালেন মানিক সহ ৩ এমপি
মাহবুব-আলম-
সুনামগঞ্জে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে মেঘালয় পাহাড় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি এবং নিম্নমানের বাঁধ কারণে ফসলডুবির ঘটনায় জেলায় আগাম বন্যায় কৃষকের হাওর রক্ষা বাঁধ নির্মাণ কাজে দুর্নীতি ও বর্তমান অবস্থা নিয়ে পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল হক এবং প্রতিমন্ত্রীর নজরুল ইসলাম বীরপ্রতীকের সাথে কথা বলছেন জেলার তিন মাননীয় সংসদ সদস্য যথাক্রমে মুহিবুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন রতন ও শামসুন্নাহার বেগম রব্বানী শাহানা। এসময় মন্ত্রণালয় কে সাংসদরা জানান কয়েক দিনের ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জ জেলার বোরো ফসল তলিয়ে গেছে ফলে জেলার কৃষকদের প্রধান অবলম্বন প্রায় ৫ শ’ কোটি টাকা মুল্যের বোরো ফসল নষ্ট হয়ে গেছে। বর্তমানে সুনামগঞ্জ জেলার কৃষকেরা ভয়াবহ দুর্যোগের শিকার। তাদের সহায়তা ও পূনর্বাসনের জন্য জরুরী সাহায্যের প্রয়োজন। জরুরী ভিত্তিতে সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা ঘোষনা করে ফসলহারা কৃষকদের বিনামূল্যে বীজ-সার বিতরণ করে পুর্নবাসন সহ সব ধরনের সাহায্য প্রদানের দাবী জানান এমপি’রা। পাশাপাশি ভবিষ্যতে দুর্নীতি-অনিয়ম রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ ও হাওর রক্ষা বাঁধের নামে নাম-কাওয়াস্তে কাজ করে চরম দূর্নীতি ও লুটপাটের ঘটনায় জড়িত ঠিকাদার-পাউবো ও পিআইসি কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যাবস্থা গ্রহনের দাবীর জানান।