আল-হেলাল,সুনামগঞ্জ থেকে : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীকে নয় গোপালগঞ্জের ন্যায় সুনামগঞ্জ জেলাকেও দলীয় প্রতীক উন্মুক্ত রাখার দাবী জানিয়েছেন আওয়ামীলীগ নেতা আমির হোসেন রেজা। তিনি বলেন,গোপালগঞ্জ জেলার মতো সুনামগঞ্জ জেলার সকল ইউনিয়নে শুধুমাত্র আওয়ামীলীগের প্রার্থীরাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। বিএনপি দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহন না করায় স্বতন্ত্রভাবেও প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত রয়েছে। তাই নির্বাচন হচ্ছে আওয়ামীলীগ বনাম আওয়ামীলীগের প্রার্থীদের মধ্যে। কিন্তু কতিপয় সুবিধাভোগীরা নৌকার মনোনয়ন পাওয়ায় বঞ্চিতদের সংখ্যা বাড়ছে। পাশাপাশি নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের প্রতি ভোটারদের সহানুভূতিও বাড়ছে। কিন্তু নির্বাচনী মাঠে নির্বাচনকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধা,মুক্তিযোদ্ধার সন্তান,আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিভক্তি দিন দিন বেড়েই চলেছে।
ধীরে ধীরে দ্বন্দ্ব কোন্দল গ্রæপিং লবিং সহিংসতা ও সংঘর্ষের রুপ নিচ্ছে। এ অবস্থায় সুনামগঞ্জ জেলাকে গোপালগঞ্জ জেলার মতই নৌকা প্রতীক মনোনয়ন না দিয়ে উন্মুক্ত রাখার জন্য দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। উল্লেখ্য আমির হোসেন রেজা ১৯৭০ ইং বাংলাদেশ ছাত্রলীগ এইচ এমপি উচ্চ বিদ্যালয় শাখার সভাপতি ছিলেন। ১৯৭১ইং সনে মুজিব বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন। ১৯৭২ইং সনে বাংলাদেশ ছাত্রলীগ সুনামগঞ্জ মহকুমা শাখার সদস্য,১৯৭৯ ইং সনে সুনামগঞ্জ মহকুমা যুবলীগের সভাপতি,১৯৮৭ ইং সুনামগঞ্জ সদর থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক,১৯৯৭ইং সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য ও ২০২১ইং সুনামগঞ্জ সদর থানা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির ২নং সদস্য নির্বাচিত হন।
১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচন এমএনএ এবং প্রাদেশিক পরিষদ নির্বাচন এমপিএ পদে নৌকা প্রতীকে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী যথাক্রমে দেওয়ান ওবায়দুর রাজা চৌধুরী ও আব্দুজ জহুরের পক্ষে পিতা হাজী মোশাররফ হোসেন তালুকদার এর হাত ধরে গ্রামেগঞ্জে নৌকা মার্কার পক্ষে প্রচারাভিযান চালিয়ে দলীয় প্রার্থীদের জয়লাভে ভূমিকা পালন করেন। পরবর্তীতে ১৯৭৩ইং প্রথম জাতীয় সংসদ থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত সবকটি নির্বাচনে দলীয় ও মহাজোটের প্রার্থীদের পক্ষে গণ সংযোগ পরিচালনা করেন। ৪ দলীয় জোট ক্ষমতায় থাকাকালে বিপুল ভোটে সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেও এবার দলীয় মনোনয়ন লাভে ব্যর্থ হন তিনি।
জনমত জরীপে নৌকার মনোনয়ন পাওয়া তার প্রতিদ্বন্দ্বী আব্দুস ছাত্তার ডিলার চতুর্থ স্থানে রয়েছেন। এবার কোনভাবেই বর্তমান চেয়ারম্যান এর জয়লাভের সুযোগ নেই। আওয়ামীলীগের একজন বিশেষ নেতা ছাড়া দলের সকল নেতাকর্মী ও মাঠ পর্যায়ের সকল সমর্থকররাই তার বিরুদ্ধে। নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচন হলে আমির হোসেন রেজার বিজয় ঠেকানো অসম্ভব হবে। সুরমা ইউনিয়নের ন্যায় বেশীরভাগ ইউনিয়ন পরিষদের নির্বাচনেই এমনিভাবে জনসমর্থনহীন প্রার্থীরা মনোনয়ন লাভ করেছেন। এ অবস্থায় গোপালগঞ্জ জেলার ন্যায় সুনামগঞ্জ জেলার সকল ইউনিয়নে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাহারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবী জানিয়েছেন আমির হোসেন রেজা।
সংবাদ টি পড়া হয়েছে :
৫৮৬ বার