সুনামগঞ্জ জেলা প্রশাসকের কাছে সহকারি শিক্ষক সমিতির স্বারকলিপি
bartaadmin
মে ৩১, ২০১৭
সুনামগঞ্জ জেলা প্রশাসকের কাছে সহকারি শিক্ষক সমিতির স্বারকলিপি২০১৭-০৫-৩১T১৪:২১:০৮+০০:০০
শিরোনাম, সর্বশেষ, স্থানীয সংবাদ
সুনামগঞ্জে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি সুনামগঞ্জ জেলা শাখা। কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসাবে মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসক মোঃ সাবিরুল ইসলামের কাছে সহকারি শিক্ষকদের তিন দফা দাবি আদায়ের জন্য শিক্ষকরা এ স্বারকলিপি প্রদান করেন। স্বারকলিপি প্রদানের পর পিটিআই প্রাঙ্গনে শিক্ষকরা এক সংক্ষিপ্ত সমাবেশ করেন। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সুনামগঞ্জ জেলা আহবায়ক হারুনুর রশিদ,সদস্য সচিব গোলাম সরোয়ার লিটন,যুগ্ম আহবায়ক দোলন তরফদার, ছাতক উপজেলা সভাপতি প্রণব দাস মিঠু,বিশম্ভরপুর উপজেলা সভাপতি আব্দুল মালেক,সাধারণ সম্পাদক সঞ্চয় গোস্বামী,ছায়াদুল আলম ডালিম,সুখময় চন্দ,রীমা দাস,সুপ্রিয়া রায়,আতাউর রহমান, বিপ্লব দাস,অজয় ধর,বিদ্যুৎ বিশ্বাস,আপ্তাব মিয়া,মোছাদ্দেক আহমেদ,মহিউদ্দিন,অঞ্জন কুমার রায়, রজত কুমার দাশ,জুয়েল আহমদ,রুহুল আমিন,মানিক লাল ধর,তাহমিনা আক্তার,জেসি সুলতানা, এমরানা জাহান,নাজমা,হেলাল আহমদ,আকমল হোসেন,দবিরুল হক প্রমুখ। বক্তারা বলেন প্রধান শিক্ষকদের এক ধাপের নীচের স্কেলে বেতন প্রদান,শতভাগ পদোন্নতি এবং প্রাথমিক ডিপার্টমেন্টকে ননভেকেশনাল ডিপার্টমেন্ট হিসাবে ঘোষণার দাবিতে জানান।
সংবাদ টি পড়া হয়েছে :
৩১৯ বার