সুনামগঞ্জ থেকে বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়ি জব্দ, আটক ৪
র্যাব-৯ সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানা এলাকায় থেকে ৪৯,০০০ শলাকা ও ২২,৫০০ শলাকা ভারতীয় পাতার বিড়ি জব্দ করা হয়েছে। এসময় চোরাকারবারি সন্দেহে দক্ষিণ সুনামগঞ্জ থেকে ৩ জন ও দিরাই থেকে ১জনকে আটক করে র্যাব। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দক্ষিণ সুনামগঞ্জে বেলা সাড়ে ১২টায় ও দিরাইয়ে বিকাল ৪টায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব। অভিযানে নেতৃত্ব দেন এএসপি মো. আব্দুল্লাহ। র্যাব জানায়, সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানাধীন পাথারিয়া বাজার থেকে ৪৯ হাজার শলাকা ভারতীয় পাতার বিড়ি, বিড়ি বিক্রয়লব্ধ ৯ হাজার ১৮০ টাকা জব্দ করা হয়। অপরদিকে দিরাই থানা এলাকায় অভিযান পরিচালনা করে দিরাই বাজারের রায়হান স্টোর নামক দোকান হইতে ২২ হাজার ৫০০ শলাকা ভারতীয় পাতার বিড়ি, বিড়ি ক্রয় বিক্রয়লব্ধ ৪ হাজার ৩৫০ টাকা জব্দ করে র্যাব-৯। দক্ষিণ সুনামগঞ্জ থেকে গ্রেপ্তারকৃত আসামিদের নাম ও ঠিকানা- মো. বুরহান উদ্দিন (৬০), পিতা- মৃত আ. গফুর, ফয়সল মিয়া (২৮), পিতা- নাজিম উল্লাহ, মো. শাহেদ (১৯), পিতা- মো. সোহেল মিয়া, উভয়ের সাং- গাজীনগর, থানা- দক্ষিণ সুনামগঞ্জ, জেলা- সুনামগঞ্জ। দিরাই থেকে গ্রেপ্তারকৃত আসামিদের নাম ও ঠিকানা- মো. আবু বক্কর মিয়া (৩৩), পিতা-মৃত জরিপ উদ্দিন, সাং- রাধানগর, থানা- দিরাই, জেলা- সুনামগঞ্জ। উদ্ধারকৃত আলামত এবং ধৃত ব্যক্তিদেরকে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানায় ও দরাই থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে।