সুনামগঞ্জ পৌরসভায় ৭৪ কোটি টাকার বাজেট ঘোষণা

গত অর্থ বছরের চেয়ে ২০২১-২০২২ইং অর্থ বছরে সুনামগঞ্জ পৌরসভার বাজেট বেড়েছে। পৌরসভার চলতি বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে ৭৪ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার। যা ২০২০-২০২১ ইংরেজি বছরে ছিল ৭৩ কোটি ৭৫ লাখ ৭৬ হাজার ৫শত টাকা। গত অর্থ বছরের চেয়ে প্রায় কোটি টাকা বেড়েছে এবারের বাজেটে। মঙ্গলবার বিকালে পৌরসভার কার্যালয়ে ২০২১-২০২২ইং অর্থ বছরে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পৌর মেয়র নাদের বখত।

বাজেট ঘোষণার অনুষ্ঠানে মেয়র জানান, ২০২১-২০২২ইং অর্থ বছরে সুনামগঞ্জ পৌরসভার সর্বমোট আয় (রাজস্ব ও উন্নয়ন) ধরা হয়েছে ৭৪ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকা। সর্ব মোট ব্যয় ধরা হয়েছে (রাজস্ব ও উন্নয়ন) ৭৩ কোটি ২৪ লাখ টাকা। এতে স্থিতি থাকবে ১ কোটি ২৬ লাখ ৩০ হাজার টাকা বলে জানান তিনি। এবারের বাজেটে পৌরসভার নাগরিকদের ট্যাক্স, রেইটস, ফিস, অন্যান্যসহ রাজস্ব খাতে সরকারি অনুদানকে আয়ের উৎস হিসেবে প্রাধান্য দেয়া হয়েছে। বাজেট ব্যায়ের খাতে অবকাঠামো উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি, স্বাস্থ্য ও প্রয়ঃপ্রণালী, সাধারণ সংস্থাপন খাতকে প্রাধান্য দেয়া হবে বলে জানা যায়।

বাজেটের লক্ষ্যমাত্রা অর্জনে পৌরসভার সকল নাগরিকসহ সকল শ্রেণিপেশার মানুষের সর্বাত্মক সহযোগিতা কামানা করেন তিনি। বাজেট ঘোষণা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- প্যানেল মেয়র আহমদ নূর, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মীর মোশারফ হোসেন, সচিব মো. ইসহাক ভূঞাসহ সকল কাউন্সিলারবৃন্দ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn

এ বিভাগের আরো খবর

একজন খোকন মাষ্টার- সুপ্ত বাসনা যার হৃদয়ে

একজন খোকন মাষ্টার- সুপ্ত বাসনা যার হৃদয়ে

শিক্ষা গুরু বাবু সুবোধ রঞ্জন দাস

শিক্ষা গুরু বাবু সুবোধ রঞ্জন দাস

মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর