সুনামগঞ্জ মাতালেন ব্যন্ড শিল্পী হাসান
সুনামগঞ্জের তরুণদের মিউজিক্যাল সংগঠন রকআহোলিকের ” রোলিং ইন দ্যা ডিপ” নামের এক অনন্য আয়োজনের মধ্য দিয়ে সুনামগঞ্জের সঙ্গীতপ্রেমীদের মাতিয়ে গেলেন দেশের জনপ্রিয় রকস্টার হাসান। তার সঙ্গে এ আয়োজনে উপস্থিত হয়েছিলো ব্যন্ড “আর্ক”। বৃহস্পতিবার সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর হাসনরাজা মিলনায়তনে এ আনুষ্ঠানিকতার আয়োজন করে রকআহোলিক। আয়োজনের ১ম পর্বে সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে দর্শক শ্রোতাদের মাতিয়ে রাখেন রকআহোলিকের তরুণ শিল্পিরা। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাবিরুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুল আবেদিন, বিশিষ্ট কবি অ্যডভোকেট রবিউল লেইছ রোকেশ। অতিথিদের সংক্ষিপ্ত আলোচনার পর আসে সে কাঙ্খিত মুহুর্ত। মঞ্চে এসে উপস্থিত হন অনুষ্ঠানের মূল আকর্ষণ শিল্পি হাসান ও তার ব্যন্ডদল আর্ক। তবে আয়োজনের এমন মুহুর্তে ঘটে বিদ্যুৎ বিভ্রাট। এ সময়টাও দর্শকদের সঙ্গে আড্ডাবাজিতে মেতে থাকেন হাসান। এরপর জনপ্রিয় গান “সুইটি” কণ্ঠে তোলেন হাসান। দর্শকরাও কণ্ঠ মেলান সে গানে। হাসান তার গানের আগে সুনামগঞ্জবাসিকে শুভেচ্ছা জানান। পাশাপাশি রকআহোলিকের এমন আয়োজনের সাধুবাদ ব্যক্ত করেন। তিনি সিলেট বিভাগ কে অন্যতম পছন্দের অঞ্চল হিসেবে উল্লেখ করেন। অনুষ্ঠানে একের পর এক পরিচিত গানে মুগ্ধতায় ছিলেন হাসানভক্তরা। এ আয়োজনে জেলার বিভন্ন অঞ্চলের সঙ্গীতপ্রেমীরা উপস্থিত ছিলেন। এছাড়াও রকআহোলিকের সকল সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিলো সুনামকণ্ঠ।