সুনামগঞ্জ সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন

 ২৫০ শয্যবিশষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালে লিকুইড অক্সিজেন প্ল্যান্ট উদ্বোধন হয়েছে। শনিবার বেলা ১১ টায় সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ এর উদ্বোধন করেন। পীর মিসবাহ জানান, ইউনিসেফের সহযোগিতায় সুনামগঞ্জ সদর হাসপাতালে এই সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট নির্মিত হয়েছে। প্ল্যান্ট চালু হওয়ায় এই হাসপাতালে ভর্তি রোগীদের অক্সিজেন সংকট দূর হবে। এতে করে হাসপাতালের ভর্তি সাধারণ রোগীর পাশাপাশি করোনা আক্রান্ত রোগীরা প্রয়োজনীয় হাই-ফ্লু অক্সিজেন সেবা পাবেন।

তিনি বলেন, ‘এই লিকুইড অক্সিজেন প্ল্যান্টের মাধ্যমে আশপাশের উপজেলার রোগীরাও এর সুবিধা নিতে পারবেন। অক্সিজেন প্ল্যান্টের মাধ্যমে হাসপাতালে আসা করোনা আক্রান্ত রোগীদের নিরবচ্ছিন্নভাবে অক্সিজেন সেবা প্রদান করা যাবে। এসময় তিনি আরো বলেন, সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ একটি ইউনিট প্রস্তুত করা হয়েছে। প্রয়োজনীয় জনবল পাওয়ার সঙ্গে সঙ্গে এটি চালু হবে।

উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন- ২৫০ শয্যবিশষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালের তত্ত্ববধায়ক ডা. আনিসুর রহমান, সিভিল সার্জন ডা. শামস উদ্দিন, ডেপুটি সিভিল সার্জন আশরাফুল হক, হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহবুবুর রহমান, আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সৌমিত্র চক্রবর্তী প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn

এ বিভাগের আরো খবর

একজন খোকন মাষ্টার- সুপ্ত বাসনা যার হৃদয়ে

একজন খোকন মাষ্টার- সুপ্ত বাসনা যার হৃদয়ে

শিক্ষা গুরু বাবু সুবোধ রঞ্জন দাস

শিক্ষা গুরু বাবু সুবোধ রঞ্জন দাস

মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর