সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজে, সাংস্কৃতিক সপ্তাহ উৎসব
সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজ সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর পরাগ কান্তি দেব। সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক শামীমুল হাসানের উপস্থাপনায় অনুষ্ঠানের প্রথম পর্বে দেশাত্ববোধক ও আধুনিক গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যক্ষ প্রফেসর পরাগ কান্তি দেব, ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহাদত হোসেন, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক মো. জালাল উদ্দিন আহম্মেদ, অর্থনীতি বিভাগের প্রভাষক ও অনুষ্ঠানের উদযাপন কমিটির আহ্বায়ক মো. মাসুদ জামান লিটন।
প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান, কবিতা ও নৃত্য পরিবেশন করে কলেজের শিক্ষার্থী মিতু আচার্য্য, মৃন্শায়ী চক্রবর্তী, দিতি রায়, হুসনে আরা চামেলী, ফাতেমা আক্তার, সানজিদা আক্তার সুইটি, রিফাহ তাসনিয়া, মনিরা আক্তার, রেদুয়া আক্তার শিমুল, তামান্না আক্তার বৃষ্টি, শামীমা আক্তার, তৃষা তালুকদার, সোমাইয়া তিমা প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দর্শন বিভাগের প্রাক্তন সহকারী অধ্যাপক মোহাম্মদ ইনার উদ্দিন ফাহিম, বাংলা বিভাগের প্রভাষক রামানুজ আচার্য্য, ইংরেজি বিভাগের প্রভাষক দীন ইসলাম, ভূগোল বিভাগের প্রভাষক দিবাকর চক্রবর্ত্তী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি