দিরাই থেকে ফিরে মাহবুব আলম-

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন বলেছেন ছাত্রলীগ একটি বিশাল সংগঠন। দেশের প্রতিটি প্রগতিশীল আন্দোলনে ভূমিকা রেখেছে। দিরাই শাল্লার ছাত্রলীগ নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে এ আমার বিশ্বাস। যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী তারা কখনো নৌকার বিরোধিতা করতে পারে না। সদ্য প্রয়াত বর্ষীয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের স্মৃতিকে ধরে রাখতে দিরাই-শাল্লাবাসী দলমত নির্বিশেষে জয়া সেনগুপ্তাকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখবে। বৃহস্পতিবার দুপুরে দিরাই পৌর শহরের থানা পয়েন্টে দিরাই উপজেলা ছাত্রলীগ আয়োজিত পথসভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।দুপুর ১২টায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের নেতৃত্বে জেলা, উপজেলা ও পৌর ছাত্রলীগ দিরাই পৌরশহরে গণসংযোগ করে থানা পয়েন্টে এসে পথসভায় মিলিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মুহিবুর রহমান মানিক এমপি, মোয়াজ্জেম হোসেন রতন এমপি, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও পৌর মেয়র আইয়ুব বখত জগলু, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল কবির ইমন, কেন্দ্রীয় ছাত্রলীগের গণ যোগাযোগ বিষয়ক উপ সম্পাদক মইনুল ইসলাম ফয়সাল, সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী, যুগ্ম সম্পাদক সঞ্জয় চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলে রাব্বি স্মরণ, সাবেক সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী প্রমুখ। পথসভায় বক্তব্যকালে এসএম জাকির হোসেন বলেন আরও বলেন ,‘বাংলার ইতিহাস, ইতিহ্য বহন করে চলেছে প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগে কোন গ্রুপিংবাজদের স্থান নেই। আসন্ন ৩০ মার্চের নির্বাচনে ড. জয়া সেনের পক্ষে নৌকাকে বিজয়ের লক্ষে কাজ করার নির্দেশ দিয়ে তিনি বলেন,‘ঘরে বসে থাকলে চলবে না, কাজের মাধ্যমেই ছাত্রলীগ কর্মীদের মূল্যায়ন করা হবে। বিকেলে জাকির হোসেনসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ শাল্লা উপজেলায় গণসংযোগ করার উদ্যেশে দিরাই হতে রওয়ানা হন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn