সুরঞ্জিত সেনের অসমাপ্ত কাজ সম্পাদনে নৌকা প্রতীকে ভোট দিন: ড. জয়া সেন
আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্তের সহধর্মীনি ড. জয়া সেন গুপ্তা বলেছেন- দিরাই-শাল্লার উপনির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে। নৌকা প্রতীকের বিজয় অর্জনে সবাইকে একযোগে কাজ করতে হবে। জননেতা সুরঞ্জিত সেনগুপ্তের অসমাপ্ত কাজ সম্পাদনে নৌকা প্রতীকে ভোট দিন। তিনি বলেন- নৌকা প্রতীকের বিজয় আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিতে চাই। আমি দিরাই-শাল্লার উন্নয়ন–অগ্রযাত্রা অব্যাহত রাখতে চাই। সবার ভালোবাসা পেতে চাই। গত ০৯ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় সিলেট নগরীর পাঠানটুলার সানরাইজ কমিউনিটি সেন্টারে সিলেটস্থ দিরাই-শাল্লার জনগণের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন- আপনারা সুরঞ্জিত সেন গুপ্তকে নেতা হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছেন। আজ তিনি নেই। কিন্তু তাঁর স্মৃতি রয়ে গেছে। তাঁর অনেক স্বপ্ন রয়ে গেছে। সেসব স্বপ্নকে আজ আমরা সবাই মিলে বাস্তবায়ন করতে হবে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা মুহিন চন্দ্র দাশ। প্রধান অতিথির বক্তব্য রাখেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মুহিবুর রহমান মানিক এমপি, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রাক্তন এমপি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ সুজাত আলী রফিক, বিজিত চৌধুরী, জগদীশ চন্দ্র দাশ, দিরাই পৌরসভার চেয়ারম্যান আজিজুর রহমান বুলবুল, গোলাপগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী, অঞ্জলী প্রভা চৌধুরী, ইদ্রিস আলী বীর প্রতীক, অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরী, ড.সৌমেন সেন গুপ্ত প্রমুখ।