আল-হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ সদর উপজেলার উত্তর পাড়ের জনসাধারণের জীবনমানের উন্নয়নে দুটি সেতু নির্মাণের দীর্ঘদিনের প্রাণের দাবী বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানিয়ে বিশাল মানববন্দন পালিত হয়েছে। জেলার প্রধান নদী সুরমার উপরে হালুয়ারঘাট-ধারারগাঁও সেতু এবং ধোপাজান (চলতি) নদীতে বালাকান্দা-রামপুর সেতু নির্মাণের দাবীতে বেরীগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ও হালুয়ারঘাট বাজারস্থ নদীর তীরে উক্ত পৃথক দুটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১১টায় “উত্তর সুরমা,সদর-বিশ্বম্বভরপুর কল্যাণ ঐক্য পরিষদ সুনামগঞ্জ” নামের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের ব্যানারে আওয়ামীলীগ,বিএনপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সমর্থক ছাড়াও বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদের সক্রিয় অংশগ্রহনে পৃথক দুটি মানববন্দনে এই দাবী জানানো হয়।
সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির বর্তমান আহবায়ক মোবারক হোসেনের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্দনে সেতু নির্মাণের প্রাণের দাবী পূরন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আওয়ামীলীগ নেতা মোবারক হোসেন, জেলা জাতীয় পাটির যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ, জাহাঙ্গীর নগর ইউপি-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোকসেদ আলী, সুরমা ইউপি-চেয়ারম্যান আব্দুস ছাত্তার ডিলার, জাহাঙ্গীর নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদির,রঙ্গারচর ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কালাম, সাবেক ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামীলীগ নেতা তাজুল ইসলাম, উত্তর সুরমা সদর বিশ্বম্ভরপুর কল্যাণ ঐক্য পরিষদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান,সাংগঠনিক সম্পাদক কে এম সামছুল আলম ও মুক্তিযোদ্ধার সন্তান এডভোকেট শামীম আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী,আওয়ামীলীগ নেতা আব্দুল করিম, সাবেক ইউপি সদস্যা মিনারা বেগম,ইউপি-সদস্য মুক্তিযোদ্ধা আবুল কালাম ওয়াসকুরুনি, ইউপি-সদস্য আব্দুল হাই, ইউপি সদস্য আব্দুল মান্নান,সুরমা ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ,আব্দুল হাকিম,শাহাব উদ্দীন,মতি মিয়া, মুক্তিযোদ্ধার সন্তান রমজান আলী,সমুজ আলী,জাহাঙ্গীরনগর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এরশাদ মিয়া,জাহাঙ্গীরনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধার সন্তান মকবুল হোসেন,দলিল লেখক তাজুল ইসলাম ৭নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আনোয়ার মিয়া,জাতীয় পার্টি নেতা নুরুল হক, ইকবাল হোসেন, গোলাম হোসেন, খলিল মিয়া, মোবারক হোসেন, আব্দুল মজিদ, কামাল মিয়া, আবু তালেব, আব্বাস আলী, মুন্না মিয়া, দুলাল মিয়া, শুকুর আলী ও আবুতাহেরসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দীর্ঘ ৪ যুগ ধরে উত্তর সুরমাবাসী সুরমা নদীর উপর হালুয়ারঘাট-ধারারগাঁও সেতু নির্মাণের স্বপ্ন দেখছেন। উত্তরপাড়ে দুটি সেতু নির্মাণ হলে শুধু এলাকাবাসী উপকৃত হবেনা পাশাপাশি সরকারের ব্যাপক রাজস্ব বৃদ্ধি পাবে। তাই উত্তর সুরমা পাড়ের লাখো মানুষের গণদাবী পূরনে এবং সরকারের রাজস্ব বৃদ্ধির স্বার্থে সেতু নির্মাণের জন্য বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নিকট জোর দাবী জানান তারা।
সংবাদ টি পড়া হয়েছে :
১০৪ বার