সিলেট বিভাগজুড়ে টানা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে হাওর রক্ষার বাঁধ ভেঙ্গে বোরো ফসল পানির নিচে তলিয়ে যাওয়ায় হাওরাঞ্চলের অসহায় কৃষদের দেখতে সুনামগঞ্জ আসছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ । আগামী সোমবার দুপুরে হেলিকপ্টারযোগে তিনি সুনামঞ্জের দুর্গত হাওর এলাকায় আসবেন। সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ মোহাম্মদ রফিকুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, মহামান্য রাষ্ট্রপতি আগামী সোমবার সুনামঞ্জের হাওরসমূহ পরিদর্শন করবেন। সুনামগঞ্জে রাত যাপন করে পরদিন ঢাকার উদ্দেশ্যে সুনামগঞ্জ ত্যাগ করবেন তিনি।
রাষ্ট্রপতির আগমন উপলক্ষে গত বুধবার বঙ্গভবনের স্টেট ডাইনিং হলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রপতির সচিব সম্পদ বড়–য়ার সভাপতিত্বে এতে সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ মোহাম্মদ রফিকুল ইসলাম, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, সুনামগঞ্জ পৌর মেয়র আইয়ুব বখত জগলুল সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ টি পড়া হয়েছে :
২১১ বার