স্কলার্স হোম শিবগঞ্জ শাখার ছাদ থেকে পড়ে ৪র্থ শ্রেণীর ছাত্র লাইফ সাপোর্টে
আবু তালেব মুরাদ: সোমবার দুপুর ২ টায় স্কলার্স হোম স্কুল শিবগঞ্জ শাখার ৫ তলার ছাদ থেকে পড়ে ৪র্থ শ্রেণীর ছাত্র সাদিয়ান গুরুতর আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান ঘটনার দিন স্কুল ছুটির পর বেলা ২ টায় সাদিয়ান স্কুলের ছাদে ছাত্র ছাত্রীদের জন্য নির্ধারিত টয়লেটে প্রসাব করতে যায় কিন্তুু টয়লেটের পাশে ছাদে রেলিং না থাকার কারনে সাদিয়ান ৫ তলা থেকে নিচে পড়ে যায়.তখন সাদিয়ানের পিতা ছেলেকে বাসায় নিয়ে যাওয়ার জন্য অপেক্ষায় ছিলেন। তিনি গুরুতর আহত ছেলেকে নিয়ে ইবনেসিনা হাসপাতালে যান। শিবগঞ্জ শাখার প্রশাসনিক কর্মকর্তা মঞ্জুর জানান ইবনেসিনায় সাদিয়ানকে চিকিৎসা প্রদানে ব্যর্থ হলে নিয়ে যাওয়া হয় ওয়েসিসে সেখান থেকে আল হারামাইন হাসপাতালে। ঐ দিন রাতে সাদিয়ানের অবস্থা বেগতিক দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। তার অবস্থা শোচনীয় সে এখন লাইফ সাপোর্টে আছে। ব্যাংক কর্মকর্তা আরও জানান, ঘটনাটি ঘটার সাথে সাথে স্কুল কর্তৃপক্ষ ছাদের ওপর টয়লেটের অবস্থা দেখতে অন্যান্য অভিবাবকদের বাধা প্রদান করা হয়। ছাদে টিনসেটের জনাকীর্ণ এই টয়লেটের অবস্থা খুবই শোচনীয় বলে জানা যায়। অভিবাবকদের অভিযোগ কর্তৃপক্ষের খামখেয়ালি রয়েছে বলে জানা যায়। ঢাকায় সাদিয়ানের অভিবাবকের মুঠোফোনে রিং করে পাওয়া যায়নি।