“আদর্শকে ধারণ করি, স্বপ্নকে সত্যি করি” এ স্লোগানে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্বপ্নাদর্শ’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন সংগঠনটির সদস্যসহ স্থানীয় শিল্পীবৃন্দ। সন্ধ্যায় স্বপ্নাদর্শ’র সকল সদস্যদের অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতার ২য় পর্ব। পরিবেশিত হয় নৃত্য। সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পী সোহেল রানাসহ অন্যান্যরা। অনুষ্ঠানে আশহার তাহবির, রায়হানা লোবা ও জহুরা আক্তার মীম-এর পরিচালনায় এবং সংগঠনটির সভাপতি তুলি দাশের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিছবাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক মোল্লা, সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহিম, অ্যাডভোকেট অমিয়াংশু চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এইচ.এম. তালহা। বক্তারা সংগঠনটির কার্যক্রম সম্পর্কে ব্যাক্তিগত অভিমত ব্যক্ত করেন এবং আরো ভালো কাজের সঙ্গে নতুন প্রজন্মকে সম্পৃক্ত থাকার উৎসাহ প্রদান করেন। সংগঠনটির ১ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালা সাজানো হয়েছিল কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানের মধ্য দিয়ে। আলোচনা শেষে জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০০জন জেএসসি পরিক্ষার্থীকে জিপিএ ৫ পাওয়ায় সংবর্ধনা দেয়া হয়। এছাড়াও জাতীয় পর্যায়ে অবদান রাখায় সুনামগঞ্জের তিন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয় স্বপ্নাদর্শ। পাশাপাশি শিক্ষাক্ষেত্রে ভালো ফলাফল ধরে রাখায় সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় ও এইচএমপি উচ্চ বিদ্যালয়কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn