স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের দাবিতে ইসরাইলে বিক্ষোভ-সমাবেশ
স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন ও ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্ব অবসানের দাবিতে তেল আবিবে হাজার হাজার ইসরাইলি নাগরিক বিক্ষোভ-সমাবেশ করেছে। সমাবেশের অন্যতম প্রধান আয়োজক ইসরাইলি এনজিও ‘পিস নাউ’ জানিয়েছে- দখলদারিত্ব, সহিংসতা ও বর্ণবাদিতাকে মদদ দেয়ার যে নীতি নিয়েছে ইসরাইল সরকার তার নিন্দা এবং প্রতিবাদ জানাতে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। পিস নাউয়ের প্রধান আভি বুসকিলা বলেন, “ইসরাইলের জনগণ, ফিলিস্তিন ও সারা বিশ্বকে এখন দেখানোর সময় এসেছে যে, ইসরাইলের জনগণের একটা বিরাট অংশ ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি দখলদারিত্বের অবসান চায়।” সমাবেশে যোগদানকারীরা ফিলিস্তিনের পতাকা বহন করেছে এবং স্বশাসন কর্তৃপক্ষের প্রসিডেন্ট মাহমুদ আব্বাস এতে বার্তা পাঠান। ইসরাইলের বিরোধী লেবার পার্টির নেতা ইসাক হেরজগও এ সমাবেশে বক্তব্য রাখেন এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ধারণাকে সমর্থন করেন।