তাহিরপুর::তাহিরপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত দু’টি মামলার ৩৪ জন আসামি স্বেচ্ছায় থানায় আত্মসমর্পণ করেছেন। বৃহস্পতিবার (২০ মে) সকালে থানায় আত্মসমর্পণ করেন তারা। পরে দুপুরে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে তাদের।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ মে তাহিরপুর উপজেলার আনোয়ারপুর বাজারে রাত ৮টায় দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় তাহিরপুর থানায় পৃথক ২টি মামলা করা হয়। পৃথক দুটি মামলায় আত্মসমর্পণ করেন তারা। ইসমাইল মিয়ার দায়ের করা মামলায় আত্মসমর্পণ করেন- বাহা উদ্দিন (৩০), জীবন মিয়া (৩৩), আলমগীর মিয়া (৪৭), হোসাঙ্গীর মিয়া (২৭), রহমগীর মিয়া (২৯), মারুফ (২২)।
অপর দিকে আবুল কাশেমের দায়ের করা মামলায় থানায় আত্মসমর্পণ করেন হিমেল মিয়া (৩০), মোফাজ্জল হোসেন (২৮), তোফাজ্জল হোসেন (২৬), ইসহাক মিয়া (৪৬), জাহাঙ্গীর হোসেন (৩৫), ইদ্রিস আলী (৫৫), সোহেল মিয়া (৩৫), সরোয়ার হোসেন (২৭), জয়নাল মিয়া (৩৫), জাকারিন আহমদ (২৮), রতি মিয়া (৪০), মতি মিয়া (৩৬), সুভাষ মিয়া (৫০), আকিক মিয়া (৪৫), নিজাম উদ্দিন (৫৫), মানিক মিয়া (৩২), রতন মিয়া (৩০), হিরন মিয়া (২৭), নিজাম উদ্দিন (৫৪), জাকারিয়া (৩২), কিবরিয়া (৩০), শাহরিয়ার (৪২), এবাদুল (৩২), আজিজুল (৩৫), মুন্না (৫০), আমির (৪৫), মনির (৩০) ও আজিম (৩৮)।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল লতিফ তরফদার বলেন, দুটি মামলার ৩৪ জন আসামি বৃহস্পতিবার সকালে থানায় আত্মসমর্পণ করেছেন। পরে দুপুরে তাদের সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সংবাদ টি পড়া হয়েছে :
৭৪ বার