স্লো ওভার রেটের কারণে এক ম্যাচ মাশরাফি নিষিদ্ধ
শনিবার নির্দিষ্ট সময়ের মধ্যে বোলিং শেষ করতে পারেনি বাংলাদেশ। অতিরিক্ত আরো ৩০ মিনিট সময় নিয়েছে মাশরাফির দল। তাতেই শাস্তি পেতে হচ্ছে ৩৩ বছর বয়সী ‘নড়াইল এক্সপ্রেসকে’। বাংলাদেশের পরবর্তী সিরিজ আয়ারল্যান্ডে। আগামী মে মাসে। ত্রিদেশীয় সিরিজের আরেক প্রতিপক্ষ নিউজিল্যান্ড। সেই সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের নেতৃত্ব কাঁধে তুলে নিতে হবে মুশফিক-সাকিব-তামিমদের কাউকে। এর আগে ২০১৫ সালে একই কারণে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন মাশরাফি। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে নির্ধারিত সময়ের বাইরে বাংলাদেশ বল করেছিল আরো ২ ওভার। কাটা গিয়েছিল মাশরাফির ম্যাচ ফি’র ৪০ শতাংশ। তাতে ঘরের মাঠে পাকিস্তান সিরিজের প্রথম ওয়ানডেতে খেলেতে পারেননি তিনি।