সড়ক দুর্ঘটনায় বড়লেখা ডিগ্রি কলেজের প্রভাষক নজরুল ইসলাম নিহত
বড়লেখা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম ঢাকা থেকে বড়লেখায় ফেরার পথে নারায়ণগঞ্জের ভুলতায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ সময় আরো ২৩ যাত্রী আহত হন। জানা যায়, বুধবার দিবাগত রাতে ঢাকা থেকে বিয়ানীবাজারগামী শ্যামলী পরিবহনের একটি বাসে বাড়ির উদ্দেশ্যে রওয়ান করেন। রাত ১টার দিকে গাড়িটি নারায়ণগঞ্জের ভুলতায় সড়ক দুর্ঘটনায় পতিত হয়। এ সময় বড়লেখা ডিগ্রি কলেজের জীববিজ্ঞান বিষয়ের প্রভাষক মো. নজরুল ইসলাম নিহত হন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছি ৫৫ বছর। নারায়ণগঞ্জ কাচপুর হাইওয়ে থানার এএসআই আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ হাইওয়ে থানা পুলিশের কাছে রয়েছে। খবর পেয়ে তাঁর পরিবারের সদস্যরা আজ বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে পৌঁছেছেন।
এ ঘটনায় বড়লেখার সাংবাদিক সুলতান আহমদ খলিলসহ ২৩ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত নজরুল ইসলামের গ্রামের বাড়ি বড়লেখা উপজেলার ৩নং নিজ বাহাদুর পুর ইউনিয়নের পকুয়া গ্রামে। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। তাঁর স্ত্রী রাহাত আরা বড়লেখার নারী শিক্ষা ডিগ্রি কলেজের পদার্থ বিদ্যা বিভাগের প্রভাষক। প্রভাষক নজরুল ইসলামের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সহকর্মী, বন্ধু-বান্ধব, ছাত্র-ছাত্রীসহ উপজেলার সর্বত্র শোকের ছাঁয়া নেমে আসে। সর্বস্তরের মানুষ তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আগামীকাল শুক্রবার বাদ জুমআ তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবার কথা রয়েছে।