ইমার্জিং এশিয়া কাপ ২০১৭ আসরে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে বড় জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ দল। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল হংকং অধিনায়ক আশুমান রাথ। তবে বাংলাদেশের বোলারদের দাপুটে বোলিংয়ে ১২৫ রানেই গুটিয়ে যায় দলটি। শুরুতে দলীয় ১৯ রানের মাথায় আবুল হাসান রাজুর বলে সাজঘরে ফিরেন হংকং অধিনায়ক রাথ। হংকংয়ের হয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করে বাবার হায়াত ও নিজাকাত খান। দু’জনের ৯১ বলে গড়া ৪৭ রানের জুটিতে ম্যাচে আলোর সন্ধান এনে দেয় হংকংকে। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন বাবার হায়াত। বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট পান নাসির হোসেন ও মুমিনুল হক আর রাহাতুল নেন ২টি উইকেট।

১২৬ রানের জবাবে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই হংকং বোলারদের চাপে রাখে বাংলাদেশের দুই ওপেনার সাইফ হাসান ও আজমির আহমেদ। দলীয় ৪৬ রানের মাথায় বাংলাদেশ ব্যাটিং শিবিরে আঘাত হানেন এহসান খান। দলপতি মুমিনুল হক করেন ২১ রান। পরবর্তীতে আর কোন উইকেট না হারিয়েই ৮ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে অর্ধশতক করেন ওপেনার সাইফ হাসান। ৪৭ বল মোকাবেলায় ৫৭ রান করে অপরাজিত থাকেন তিনি। অন্যদিকে, ২৩ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন নাজমুল হোসেন শান্ত। হংকংয়ের হয়ে একটি করে উইকেট পান এহসান খান ও ওয়াকাস।

সংক্ষিপ্ত স্কোরঃ

হংকং ১২৫-১০ (ওভার ৩৫.১) বাবার হায়াত ৩৭, নিজাকাত ২৭ মুমিনুল ৩/১১

বাংলাদেশ ১২৬-২ (ওভার ১৬.১) সাইফ হাসান ৫৭*, শান্ত ২৪* : ওয়াকাস ১/১০

ফলাফলঃ ৮ উইকেটে জয়ী বাংলাদেশ দল।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn