জেলার বাহুবল উপজেলার সন্দ্রাটিকি গ্রামে চাঞ্চল্যকর চার শিশু হত্যা মামলার নথিপত্র সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় পুলিশ স্কটের মাধ্যমে মামলার নথিপত্র সিলেট পাঠানো হয়। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আতাবুল্লাহ এ আদেশ দেন। মামলার বাদী এডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন জানান, হবিগঞ্জে ৪ শিশু হত্যা: মামলার নথি সিলেট ট্রাইব্যুনালেরাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব এসএম তৌহিদুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে মামলাটি সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। এ পর্যন্ত মোট ৫৭ সাক্ষীর মধ্যে ৪৩ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। মামলায় আট আসামির মধ্যে কারাগারে পাঁচজন ও পলাতক রয়েছেন তিনজন। পলাতকরা হলেন, উস্তার মিয়া, বেলাল মিয়া ও বাবুল মিয়া। ২০১৬ সালের ১২ ফেব্রুয়ারি খেলা দেখতে গিয়ে নিখোঁজ হয় সুন্দ্রাটিকি গ্রামের জাকারিয়া আহমেদ শুভ (৮), তার চাচাতো ভাই মনির মিয়া (৭), তাজেল মিয়া (১০) ও ইসমাইল হোসেন (১০)। পাঁচদিন পর বাড়ির অদূরে একটি বালুছড়া থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn