মারুফ খান মুন্না :: বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের দেওয়া নির্দেশনা অনুযায়ী সিলেট জেলা ছাত্রলীগের সম্মেলন ২২ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অজ্ঞাত কারণে সম্মেলন আয়োজন করতে পারেনি সিলেট জেলা ছাত্রলীগ। একবার দুইবার নয়, তিন তিন বার কেন্দ্রীয় নির্বাহী সংসদের ঘোষিত তারিখে সম্মেলন করতে ব্যর্থ হলো তারা। প্রথম দুইবার সম্মেলন স্থগিত করে কেন্দ্রীয় নির্বাহী সংসদ নতুন করে সম্মেলনের তারিখ ঘোষণা করলেও তৃতীয় বারের পর কেন্দ্রীয় ছাত্রলীগ থেকে নতুন করে কোন নির্দেশনা দেওয়া হয়নি। আর এতে করে সিলেট জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে পদ প্রত্যাশী নেতাকর্মীরা ক্ষোভ এবং হতাশায় ভোগছেন। তাঁরা শীঘ্রই সিলেট জেলা ছাত্রলীগের কমিটি বাতিল করে কেন্দ্রীয় ছাত্রলীগের হস্তক্ষেপে নতুন কমিটি ঘোষণার দাবী জানান।

এ ব্যাপারে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসাইনের মোবাইল ফোনে কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। তবে সম্মেলনের আগের দিন শুক্রবার রাতে সিলেট জেলা ছাত্রলীগের ব্যপারে জাকির বলেছিলেন- নির্ধারিত তারিখ অনুযায়ী শনিবার সম্মেলন হওয়ার কথা থাকলেও সেটি হচ্ছে না। তবে শনিবারই সিলেট জেলা ছাত্রলীগ নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এ কমিটি বিলুপ্ত করে দেওয়া হবে নাকি সম্মেলনের নতুন তারিখ ঘোষণা করা হবে এ ব্যপারে কোন মন্তব্য করেননি জাকির হোসাইন। ২২ এপ্রিলের সম্মেলন নিয়ে সিলেট ছাত্রলীগের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গিয়েছিল। এ উপলক্ষে নগরীতে ছাত্রলীগের উদ্যোগে বিশাল মিছিল-র‍্যালীও হয়েছে। সম্মেলন না হওয়াতে নেতাকর্মীর উৎসাহে যেনো ভাটা পড়েছে। অনেকটা হতাশায় ভোগছেন তাঁরা।
উল্লেখ্য,গত ১৭ জানুয়ারি জেলা ছাত্রলীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। তবে ওই তারিখে সম্মেলন অনুষ্ঠিত হয়নি। স্থগিত করা হয় ঐদিনের সম্মেলন। পরে দ্বিতীয় দফায় বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা শাখাকে আরো গতিশীল ও বেগবান করার লক্ষে গত ১৮ মার্চ সম্মেলন আয়োজনের নির্দেশ দিয়েছিল বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ।বিজ্ঞপ্তিতে সম্মেলন আয়োজনের জন্য সকল ধরণের প্রস্তুতি গ্রহণ ও সফলভাবে সম্পন্ন করার জন্য জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে টানা দ্বিতীয়বারের মতো সিলেট জেলা ছাত্রলীগের সম্মেলনের তারিখ পিছিয়ে সম্মেলনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২২ এপ্রিল। আগের দুটি নির্ধারিত তারিখে নেতাকর্মীদের মধ্যে তেমন প্রাণচাঞ্চল্য ভাব দেখা না গেলেও ২২ এপ্রিলের সম্মেলন সফল করার লক্ষে বর্তমান কমিটি এবং পদ-প্রত্যাশী ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের তৎপরতা দেখা গিয়েছিল। কিন্তু শেষপর্যন্ত ‘অদৃশ্য’ কারণে সম্মেলন সম্মেলন আয়োজন করতে পারেনি সিলেট জেলা ছাত্রলীগ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn