জিয়াউর রহমান লিটন-

দিরাই উপজেলার কুলঞ্জ উনিয়নের ধাইপুর, ভাইটগাও, দক্ষিন সুরিয়ারপার ও বোয়ালিয়া বাজারসহ ২০ কিলোমিটার নতুন সংযোগ লাইনের পল্লী বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করা হয়েছে।  শুক্রবার (০৭ জুলাই) বিকেল ৩টায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন- দিরাই-শাল্লা আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা । এরপর ইউনিয়নবাসীর উদ্যোগে বিবিয়ানা মডেল ডিগ্রী কলেজ প্রাঙ্গনে গণসংবর্ধনা উপলক্ষ্যে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ড. জয়া সেনগুপ্তা এমপি।  প্রধান অতিথির বক্তব্য কালে তিনি বলেন- হাওরাঞ্চলে শিক্ষার আন্দোলনকে আরও এগিয়ে নিতে হবে, শিক্ষা ছাড়া কোন জাতির উন্নয় অগ্রগতি হতে পারে না, তথ্য প্রযুক্তির এই যুগে উন্নয়ন অগ্রগতিকে ত্বরান্বিত করতে হলে বিদ্যুতের বিকল্প নেই, আওয়ামীলীগ সরকার প্রতিটি গ্রামে বিদ্যুতায়নের ব্যবস্থা করেছে। তিনি বলেন, এ এলাকার সাধারণ মানুষের প্রত্যাশা পুরনে আমার স্বামী স্বর্গীয় সুরঞ্জিত সেনগুপ্ত যে ভাবে কাজ করে জীবন কাটিয়ে গেছেন, আমিও সাধারন মানুষের প্রত্যাশা পুরনে কাজ করতে চাই।

প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্তের অসমাপ্ত কাজ সমাপ্ত করে দিরাই ও শাল্লার সার্বিক উন্নয়ন কাজ এগিয়ে নিতে সকলের সহযোগীতা চান তিনি।  এলাকার প্রবীন মুরব্বি আবদুল মন্নাফ তালুকদারের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিলন মিয়ার পরিচালনায়  অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুহিবুর রহমান মানিক এমপি, অ্যাডভোকেট আবদুল মজিদ খান এমপি, হবিগঞ্জ পল্লীবিদুতের জিএম ছোলায়মান মিয়া, আছাব উদ্দিন সর্দার, অ্যাডভোকেট সোহেল আহমদ। মধ্যে বক্তব্য রাখেন, বিবিয়িানা মডেল ডিগ্রী কলেজের অধ্যক্ষ নৃপেন্দ্র চন্দ্র তালুকদার, উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেন,উপজেলা যুবলীগের আহবায়ক রঞ্জন রায়, পবিত্র মোহন দাস , টিটু,আবদুর রহিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বিশেষ অতিথির বক্তব্যে মুহিবুর রহমান মানিক বলেন- খাম্বাওয়ালারা দেশকে অন্ধকারে নিমজ্জিত করতে চাইলেও, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুতের দায়িত্ব নিয়ে দেশকে আলোকিত করেছেন, বিদ্যুতবিহীন কোনো গ্রাম আর থাকবে না। আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে,হাওরাঞ্চালের উন্নয়নে প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত যেভাবে আন্তরিক ছিলেন, ড. জয়া সেনগুপ্তেরও আনতরিকতার কমতি নেই।

অ্যাডভোকেট আবদুল মজিদ খান এমপি বিশেষ অতিথির বক্তব্যে বলেন- হবিগঞ্জ-সুনামগঞ্জ ও আজমেরিগঞ্জে মিলন মেলায় পরিনত হয়েছে আজকের এই জনসভা, সুরঞ্জিত সেনগুপ্ত যে ভাবে আমাদেরকে অসাম্প্রদায়িক ও সম্প্রীতির রাজনীতির শিক্ষা দিয়ে গেছেন হাওরাঞ্চলের মানুষ তা কখনও ভুলতে পারে না, উনার মর্যাদা রক্ষায় ড. জয়া সেনগুপ্তাকে নিয়ে আমরা কাজ করে যাবো।

এ ছাড়া ভাইট গাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন, বোয়ালিয়া বাজার- ভাইটগাও-ধাইপুর পর্যন্ত ৫কিলোমিটার রাস্তার উন্নয়নকাজের উদ্বোধন করেন জয়া সেনগুপ্তা  এমপি।  এরপর তিনি প্রধানমন্ত্রীর প্রতিশ্রæত বাউসী গ্রামে মুক্তিযোদ্ধা সুশীল চন্দ্র দাসের ঘর উদ্বোধন ও পরিদর্শন করেন। এর আগে জগদল ইউনিয়নের নুর পুর শারংপাশাসহ কয়েকটি গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন করেন ড. জয়াসেনগুপ্তা এমপি।

 

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn