সুনামগঞ্জ:: সুনামগঞ্জের হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও মেরামত কাজের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। মঙ্গলবার দুপুর ২ টায় সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের কালনার হাওরে বাঁধের কাজের উদ্বোধনের মধ্য দিয়ে এই বছরের বাঁধ নির্মাণ ও মেরামত কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নিবার্হী প্রকৌশলী মো. মাহবুব আলম, সদর উপজেলা নিবার্হী অফিসার ইয়াসমিন নাহার রুমা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া। পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী মো. সবিবুর রহমান জানালেন, এই বছর পুরো জেলায় ১ হাজার কিলোমিটার বাঁধ নির্মাণের করা লাগবে। ইতিমধ্যে সাড়ে আটশ কিলোমিটার বাঁধের জরিপ কাজ সম্পন্ন করেছেন তাঁরা। জরিপের কাজ আগামী ৩- ৪ দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বললেন, হাওরাঞ্চলে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রম শুরু হলো। এই প্রকল্পের মেয়াদকাল নীতিমালা অনুযায়ী শেষ হবে ২৮ ফেব্রুয়ারি। জগন্নাথপুর
দুপুরে জগন্নাথপুরের সর্ববৃহৎ নলুয়া হাওরের পোল্ডার-১ এর আওতাধীন দাসনাগাঁও কুরেরপাড় এলাকায় তিন নম্বর প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) এর কাজের উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের সভাপতিত্বে স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, উপজেলা পানি উন্নয়ন বোর্ডের আঞ্চলিক কার্যালয়ের প্রধান সহকারী প্রকৌশলী হাসান গাজী, ইউপি সদস্য রনধীর কান্ত নান্টু দাস কৃষক আহমদ আলী প্রমুখ।  প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি স্থানীয় ইউপি সদস্য রণধীর কান্ত নান্টু দাস বলেন, পাউবোর নীতিমালা অনুয়ায়ী বাঁধের কাজ যথাসময়ে সম্পন্ন করা হবে।
জগন্নাথপুর উপজেলা পানি উন্নয়ন বোর্ডের আঞ্চলিক কার্যালয়ের সহকারী প্রকৌশলী হাসান গাজী বলেন, গতকাল আমরা একটি প্রকল্পের বাঁধের কাজ শুরু করেছি। এই প্রকল্পের ১.৫৭৬ কিলোমিটার লম্বা বাঁধের সংস্কার ও নির্মাণ কাজের জন্য ১২ লাখ ৭১ হাজার ৩শ’ ৬৭টাকা বরাদ্দ দেয়া হয়েছে। নির্ধারিত সময়ের কাজ কাজ শেষ করা হবে। আমরা পর্যায়ের হাওরের অপর প্রকল্পের কাজ শুরু করব।  জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেদেহী হাসান বলেন, গণশুনানির মাধ্যমে উদ্বোধনী প্রকল্পটির কাজ শুরু হয়েছে। একইভাবে অপর প্রকল্পগুলো গঠনের মাধ্যমে কাজ হবে। ফসলরক্ষা বাঁধের কাজে কোন ধরণের অনিয়ম গাফিলতি ও দুর্নীতি সহ্য করা হবে না।
তাহিরপুর
বিকেলে উপজেলার শনির হাওর উপ-প্রকল্পের ৭ নম্বর প্রকল্পের কাজ উদ্ভোধন করেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল ও তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ। এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি আব্দুছ ছোবাহান আখঞ্জি, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী রাকিবুল হাসান, উপজেলা আওয়ামীলীগ নেতা সেলিম আখঞ্জি, হারুনুর রশীদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাশার প্রমুখ। এ সময় তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি আব্দুছ ছোবাহান আখঞ্জি বলেন, হাওর আমাদের প্রাণ, হাওর আমাদের সম্পদ। হাওরের ফসল আমরা সঠিক ভাবে তুলতে পারলে আমাদের আর কোন অভাব অভিযোগ থাকে না। তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ কৃষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজে আমাদের সহযোগী হবেন। আপনারা সহযোগীতা করলে সরকারের বেঁধে দেয়া সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করা সম্ভব হবে। তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হাওরের মানুষদের জন্য খুবই আন্তরিক।
দক্ষিণ সুনামগঞ্জ
দুপুর সাড়ে ১২ টায় দরগাপাশা ইউনিয়নের কাঁচিভাঙ্গা হাওর-১ বেরিবাঁধের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ১৪ লক্ষ ৪ হাজার টাকা ব্যয়ে বেরিবাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর হোসেন, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের এস ও মাহবুবর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, দরগাপাশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আবু খালেদ চৌধুরী রুবেল, যুবলীগ নেতা এওর চৌধুরী প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn