হাওরে বাঁধ নির্মাণে দুর্নীতি : চার শীর্ষ কর্মকর্তার দায় স্বীকার
হাওরে বাঁধ নির্মাণে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের দায় স্বীকার করেছেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের চার কর্মকর্তা। পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট চার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ শেষে এমন তথ্য জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মো. মুনির চৌধুরী সাংবাদিকদের জানান, হাওরে বাঁধ নির্মাণে দুর্নীতি ও অবহেলার কথা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মহাপরিচালকসহ সবাই স্বীকার করেছেন।
দুদকের তলবে সাড়া দিয়ে বৃহস্পতিবার (৪ মে) দুপুরে দুদক কার্যালয়ে যান পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. জাহাঙ্গীর কবির, অতিরিক্ত মহাপরিচালক আব্দুল হাই বাকী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হারুনুর রশীদ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খলিলুর রহমান। সেখানে বেলা সাড়ে ১২টা থেকে ২টা ৫০ মিনিট পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টা ধরে তাদের জিজ্ঞাসাবাদ করেন দুদকের কর্মকর্তারা। এসময় তারা সবাই দুর্নীতির কথা স্বীকার করেছেন বলে জানান দুদক মহাপরিচালক।
সুনামগঞ্জ হাওরে বাঁধ নির্মাণে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে পাউবোকে প্রতিবেদন দাখিল করতে বলা হয় গত বছরের ফেব্রুয়ারি মাসে। দুদক জানায়, ওই চার কর্মকর্তা গত বছর নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে পারেননি। তাঁরা এ বছর অসম্পূর্ণ প্রতিবেদন জমা দিয়েছেন। এর কারণ জানতে ওই চারজনকে আজ দুদক কার্যালয়ে তলব করা হয়। এর আগে গত ২ মে তদন্তের স্বার্থে পাউবোর দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।