আগামি ১৩ এপ্রিল বৃহস্পতিবার কৃষক-জনতার সমাবেশ ও সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড কার্যালয় ঘেরাও কর্মসূচী হাতে নেয়া হয়েছে। হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের উদ্যোগেএই কর্মসূচী পালন করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় সুনামগঞ্জ পৌর শহরের ট্রাফিক পয়েন্টে সমাবেশ শেষে হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে  সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কার্যালয় ঘেরাও করা হবে।

উল্লেখযে,সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের অসৎ কর্মকর্তা, দুর্নীতিবাজ ঠিকাদার ও পিআইসিদের গাফিলতি, ফসলরক্ষা বাঁধ নির্মাণে লুটপাটের কারণে সুনামগঞ্জে সব হাওরের বোরো ধান তলিয়ে গেছে। সুনামগঞ্জের লাখ লাখ কৃষক ফসল হারিয়ে দিশেহারা। হাওরে হাওরে চলছে ফসলহারা কৃষকদের আহাজারি। সুনামগঞ্জবাসীকে হাওর পাড়ের মানুষে এই দূর্দিনে পাশে দাঁড়িয়ে সহযোগীতা করার পাশাপাশি  কৃষক-জনতার সমাবেশ ও ঘেরাও কর্মসূচিতে  যোগ দিতে ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের’ পক্ষ থেকে বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়েছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn