একে কুদরত পাশা::সুনামগঞ্জে বিভিন্ন হাওরে হাওর রক্ষা বাঁধে কাজ অনুযায়ী প্রকল্প বাস্তাবায়ন কমিটিকে বিল পরিশোধের জন্য সংশ্লিদের প্রতি দাবি জানিয়েছেন হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার রাতে শহীদ জগৎজ্যোতি পাঠাগারে হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাপ্তাহিক সভায় এ আহ্বান জানানো হয়। নেতৃবৃন্দ বলেন, ইতোমধ্যে পিআইসিকে দ্বিতীয় কিস্তির টাকাও পরিশোধ করা হয়েছে। আমরা বিভিন্ন হাওরের বাঁধ পরিদর্শন করে এবং কৃষকদের সাথে কথা বলে দেখেছি, অনেক বাঁধে কাজই শুরু হয়নি তারা ও বিল পেয়েছেন। কিছু কিছু বাঁধে কাজ চলছে কিন্তু যে পরিমান কাজ হয়েছে তাতে তারা দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার কথা নয়। আমরা পরিলক্ষিত করছি কাজের চেয়ে বেশী বিল প্রদান করা হয়েছে। আমরা প্রশাসনকে আহ্বান জানাবো কোন ভূয়া প্রগ্রেস রিপোর্ট তৈরী করে যাতে বাঁধের টাকা উত্তোলন না করা হয়। বাঁধ পরিদর্শন করে নীতিমালা অনুযায়ী কাজ হলে তারপরে যেন বিল প্রদান করা হয়। সভায় আগামী ২৪ মার্চ শনিবার হাওর বাাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আহ্বায়কের স্মরণে শোক সভার সিদ্ধান্ত হয়, সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর ও জগন্নাথপুর উপজেলা কমিটির সভা করে সংগঠনের কার্যক্রম বেগবান করার পরামর্শ দেওয়া হয়। কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিজন সেন রায়ের সংঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপদেষ্টা পরিষদ সদস্য নারীনেত্রী শিলা রায়, বিকাশ রঞ্জন চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহিন চৌধুরী শুভ, সাংগঠনিক সম্পাদক নির্মল ভট্টাচার্য্য, একে কুদরত পাশা, এমরানুল হক চৌধুরী, সদস্য সঞ্চিতা চৌধুরী, ডা. মোর্শেদ আলম, চন্দন রায়, অ্যাডভোকেট রুহুল তুহীন, অর্থ সম্পাদক প্রদীপ পাল, মৎস্য বিষয়ক সম্পাদক গোলাম মওলা তোহা, গণসংযোগ সম্পাদক শহীদ নূর আহমদ প্রমূখ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn