হিজাব পরার অপরাধে শাস্তি পেলেন এক মুসলিম নারী!
হিজাব পরার অপরাধে কঠিন শাস্তি ভোগ করতে হয়েছে এক মুসলিম নারীকে। গত শুক্রবার এই ঘটনা ঘটে, আমেরিকার ওয়াশিংটন সীমান্তের একটি ব্যাংকে। এই অপরাধে বের করে দেয়া হলো ব্যাংক থেকে। শুধু তাই নয়, ব্যাংক কর্মকর্তারা তাকে হুমকি দিয়ে বলে, যদি সে তার মাথা থেকে ওড়না না সরায় তাহলে পুলিশ ডাকা হবে। এই ব্যাংকের গ্রাহক জমিলা নিজের সঙ্গে হওয়া এই ঘটনার ভিডিও তার মোবাইলে রেকর্ড করে বলেন এই ঘটনা বৈষম্যকেই তুলে ধরে। তিনি বলেন, আমি সোয়েটার পরেছিলাম, মাথায় ছিল হিজাব, কারণ সেদিন ছিল শুক্রবার। ব্যাংকে এক ব্যাক্তি তাকে হিজাবটি খুলে ফেলতে বলেন।
প্রসঙ্গত, এই ব্যাংকের মধ্যে একটি সাইন বোর্ডে স্পষ্ট করে লেখা, টুপি পরা, মাথা ঢাকা এবং সানগ্লাস পরায় নিষেধাজ্ঞা রয়েছে। তবে এ প্রসঙ্গে জমিলা বলেন, দু’জন ব্যক্তি কিন্তু টুপি পরেছিল, যাদের নিয়ে কোনো আপত্তি ওঠেনি। কিন্তু তাকে হিজাব খুলে ফেলতে বলা হয়। এরপর ব্যাংক থেকে তাকে বের করে দেয়া হলে তিনি কেঁদে ফেলেন।