আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আগামী নির্বাচনে হেরে যেতে পারে এই আশঙ্কা থেকেই ভারতের বিরোধিতা শুরু করেছে। সোমবার দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদিখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন। উপজেলার কুচিয়ামোরা এলাকায় বিআরটিএ এর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। ‘ভারত আরও পাঁচ বছর আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে পারে’ খালেদা জিয়ার এমন মন্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘ভারত আমাদের ক্ষমতায় বসাবে না, বাংলাদেশের জনগণই আমাদের বসাবে।’ ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির আমলেই তিস্তার পানিবণ্টন চুক্তি সম্পাদিত হবে। চুক্তির খসড়া প্রস্তুত, শুধু অনুমোদনের অপেক্ষায়।’ এ সময় মন্ত্রী ঢাকা-মাওয়া মহাসড়কের চলাচলরত যানবাহনের ফিটনেস এবং সার্টিফিকেট যাচাই বাছাই করেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৩টি মামলা এবং ৩৬ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn