১২ দিনের সফরে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের উদ্দেশ্যে আজ ঢাকা ত্যাগ করেছেন। আজ সকাল ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে টোকিওর হেনিদা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। ১২ দিনের সফরকালে তিনি জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ড ও ভারতে অবস্থান করবেন। প্রধানমন্ত্রী তার সফরের প্রথমে জাপানে ২৮ থেকে ৩১শে মে পর্যন্ত অনুষ্ঠেয় ‘ফিউচার এশিয়া’ শীর্ষক ২৫তম আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দেবেন। তারপর সেখানে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন। সেইসঙ্গে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।