১৫ মার্চ থেকে শুরু হচ্ছে সিলেটে প্রথম বিভাগ ক্রিকেট লীগ
আগামী ১৫ মার্চ থেকে শুরু হচ্ছে সিলেট প্রথম বিভাগ ক্রিকেট লিগ। ওই দিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জিমখানা ক্লাব ও এ্যাপোলা-১১ ক্লাবের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের লীগ। সিলেট জেলা ক্রীড়া সংস্থার প্রথম বিভাগ ক্রিকেট লীগ কমিটির আয়োজনে এই টুর্নামেন্টে দুই গ্রুপে অংশ নিবে ১০ টি দল। গ্রুপের শীর্ষ দলগুলো খেলবে সেমিফাইনাল, ফাইনাল। আর দু’গ্রুপের পয়েন্ট তালিকার তলানির দলগুলো খেলবে প্লে অফ ম্যাচ বা রেলিগেশন নির্ধারণী ম্যাচ।
শনিবার সিলেট জেলা ক্রীড়া সংস্থার হলরুমে লিগ কমিটি এক সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানায়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রথম বিভাগ লিগ কমিটির সভাপতি আব্দুর রকিব। লিগের গ্রুপ এ’তে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন জিমখানা, বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্র, অনির্বাণ ক্রীড়া চক্র, ইয়ং প্যাগাসাস ক্লাব ও এ্যাপোল-১১ ক্লাব। গ্রুপ বি’তে মুখোমুখি হবে মোহামেডান স্পোটিং ক্লাব, বঙ্গবীর অগ্রগামী ক্রীড়া চক্র, ইয়ুথ সেন্টার ক্লাব, ইলেভেন ব্রাদার্স ক্লাব ও ওয়ান্ডারার্স ক্লাব। গত বছর দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়ে এবছর প্রথম বিভাগ ক্রিকেট লিগে অংশ নিচ্ছে ওয়ান্ডার্স ক্লাব। লিখিত বক্তব্যে আব্দুর রকিব লিগ আয়োজন সব মহলের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, ফিজার সত্ত্বাধিকারী নজরুল ইসলাম বাবুল, জেলা ক্রীড়া সংস্থার সদস্য বিজিত চৌধুরী, ক্রীড়া সংগঠক গোলাম জাবির চৌধুরী জাবু, জেলা ক্রিকেট কমিটির সম্পাদক সৈয়দ তকরিমুল হাদী কাবী, বিভাগীয় ক্রিকেট কমিটির সম্পাদক ফরহাদ কোরেশী, প্রথম বিভাগ লিগ কমিটির সম্পাদক এটিএম ইকরাম প্রমুখ।