সিঙ্গাপুর: ৮ থেকে ৮০, ভারতে ‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’ দেখার জন্য ছাড়পত্র রয়েছে সবার। তবে সিঙ্গাপুরে এই ছবি দেখার জন্য বয়স অবশ্যই হতে হবে ১৬। ‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’-কে ‘অ্যাডাল্ট’ ফিল্মের তকমা দিয়েছে সিঙ্গাপুর সেন্সর বোর্ড। তাই ১৬ বছরের নিচে কেউই সিঙ্গাপুরে এই সিনেমা দেখতে পারবে না। ‘অতিরিক্ত হিংসা’, এই কারণেই নাকি বাহুবলী টু-কে অ্যাডাল্ট ছবির তকমা দেওয়া হয়েছে। সিঙ্গাপুর সেন্সর বোর্ডের এই সিদ্ধান্তে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনও অবাক।“বাহুবলী টু: দ্য কনক্লুশন-কে আমরা ‘ইউএ’ সার্টিফিকেট দিয়েছি। কোনও দৃশ্যই বাদ দেওয়া হয়নি। সিঙ্গাপুরের বোর্ড বাহুবলী টু-কে অতিরিক্ত হিংসা মূলক ছবির ক্যাটাগরিতে ফেলেছে। বিশেষ করে যুদ্ধের দৃশ্যকে ওরা হিংসাত্মক মনে করেছে। তবে আমরা এই ছবিকে ‘এ’ সার্টিফিকেটই দিয়েছি”, মন্তব্য সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের প্রধান পহেলাজ নিহালনির।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn