৩৩৯ খেলোয়াড়কে পুরস্কৃত করলেন প্রধানমন্ত্রী
দেশের কৃতি ক্রীড়াবিদদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক পর্যায়ে গত ছয় মাস যারা বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদান রেখেছেন এমন ৩৩৯ জন খেলোয়াড়কে পুরস্কৃত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রত্যেকের হাতে ১ লাখ টাকা করে আর্থিক পুরস্কার তুলে দেন তিনি। রোববার (১৬ এপ্রিল) রাতে গণভবনে এ উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তাদের পুরস্কৃত করা হয়। এ সময় প্রধানমন্ত্রী জানান খেলাধুলার উন্নয়নে প্রয়োজনীয় সবকিছু করবে তার সরকার। সংবর্ধনা শেষে চার শতাধিক ক্রীড়াবিদ ও সংগঠকদের সঙ্গে নৈশভোজে অংশ নেন। হ্যান্ডবল, সাঁতার, হকি, ক্রিকেট, স্যুটিং, ব্যাডমিন্টন, ভারোত্তলন, ভলিবল, ফুটবল, গলফ, আর্চারি, স্পেশাল অলিম্পিক, দাবা, রোলার স্ক্যাটিং, বধির খেলোয়াড়- এ মোট ১৫টি নারী-পুরুষ এবং বয়সভিত্তিক ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।
আর্থিক পুরস্কার প্রাপ্ত ৩৩৯ ক্রীড়াবিদ হলেন:
সাঁতারু মাহফুজা খাতুন শিলা, মাহফিজুর রহমান সাগর, আরিফুল ইসলাম ও রোমানা আক্তার। গলফার সিদ্দিকুর রহমান। দাবাড়ু আবদুল্লাহ আল রাকিব, রানী হামিদ, শামীমা আক্তার লিজা, নজরানা খান ইভা, জিয়াউর রহমান, নিয়াজ মোর্শেদ, মেহেদী হাসান পরাগ, মাফুজুর রহমান ইমন, এনামুল হোসেন রাজিব, তৈয়বুর রহমান সুমন, আবু সুফিয়ান শাকিল, সামিহা শারমীন সিম্মি, শারমিন সুলতানা শিরিন ও মাহমুদা হক চৌধুরী মলি।
শুটার আবদুল্লাহ হেল বাকি, শাকিল আহমেদ, শোভন চৌধুরী, অঞ্জন কুমার সিংহ, মহেন্দ্র কুমার সিংহ, আনোয়ার হোসেন, গোলাম শফিউদ্দিন খান, রমজান আলী, ইউসুফ আলী, আবু সুফিয়ান, রাব্বি হাসান মুন্না, রবিউল ইসলাম, রিসালাতুল ইসলাম, জুঁই চাকমা, আতকিয়া হাসান দিশা, মাহফুজা জান্নাত জুঁই, শারমিন আক্তার, আরমিন আশা, আরদিনা ফেরদৌস, তুরিং দেওয়ান, সুমাইয়া আক্তার ও উম্মে জাকিয়া সুলতানা।
আরচার শ্যামলী রায়, হিরা মনি, রোকসানা আক্তর, সুস্মিতা বণিক, বন্যা আক্তার, বিউটি রায়, রাদিয়া আক্তার শাপলা, রুমান সানা, সানোয়ার হোসেন, তামিমুল ইসলাম, আবুল কাশেম মামুন, নাজমুল হুদা ও মিলন মোল্লা।
স্পেশাল অলিম্পিক ইউনিফায়েড ফ্লোর হকি খেলোয়াড় রিপন মিয়া, শাহীন, জুনায়েদ, রাজীব সরদার, শরীফুল ইসলাম, আকাশ, সাগর আহমেদ, মেহেদী হাসান মুরাদ, সারোয়ার মোর্শেদ সাউন, খলিলুর রহমান, রাতুল ইসলাম অনিক, আজিজুল ইসলাম, আশিকুজ্জামান, আশিকুর রহমান, রকিবুল হাসান, চাঁদনী খাতুন, স্বপ্না খাতুন রুনা, সাদিয়া খান সেতু, সাদিয়া আক্তার ঊর্মি, চৈতী আক্তার, ইরিন জামান, সুমিতা, লাভলী আখতার, তানজিলা খাতুন, দিশা সুলতানা, আইভী আক্তার অরিন, রুমা খানম ও তামান্না আক্তার।
জাতীয় পুরুষ ক্রিকেটার তামিম ইকবাল খান, ইমরুল কায়েস, মমিনুল হক সৌরভ, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান রোমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, শুভাগত হোম চৌধুরী, নাজমুল হোসাইন শান্ত, তাইজুল ইসলাম, মাশরাফি মুর্তজা, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, শুভাশিষ রায় চৌধুরী, মোহাম্মদ শহীদ, এবাদত হোসেন, তানভীর হায়দার খান, মেহেদী হাসান সিদ্দিকী, শাহরিয়ার নাফিস আহমেদ, আবদুল মজিদ, লিটন কুমার দাস, মোশাররফ হোসেন রুবেল, কামরুল ইসলাম রাব্বি, আল আমিন হোসেন, আলাউদ্দিন বাবু, নাসির হোসেন ও রুবেল হোসেন।
মহিলা ক্রিকেটার- জাহানারা আলম, সানজিদা ইসলাম, রোমানা আহমেদ, সুরাইয়া আজমিন, ফাহিমা খাতুন, সালমা খাতুন, নিগার সুলতানা, শায়লা আক্তার, নাহিদা আক্তার, আয়শা রহমান, পান্না ঘোষ, রিতু মনি, ফাজানা হক, শারমিন সুলতানা, শারমিন আক্তার সুক্তা ও লতা মণ্ডল।
বধির ক্রিকেটার- শাহরিয়ার আহমেদ চৌধুরী, সাইদুর রহমান, আকসার আহমেদ, আকিব মাহমুদ, আবদুল্লাহ বাকি তানিজ, আবদুল্লাহ ওয়াকি তানিম, জিএম মাহমুদুর রহমান সেতু, সুব্রত কর্মকার শুভ, বিরোজুন আহমেদ ইম্মি, ওয়াহিদুল আলম, রুবেল, সোহেল, আফসার উদ্দিন, আহমেদ আবদুল্লাহ আল হাসিব ও ইমরান খান।
অনূর্ধ্ব-১৮ হকি দলের খেলোয়াড়- ইয়াসিন আরাফাত, আশরাফুল ইসলাম, রাতুল আহমেদ অনিক, খালেদ মাহমুদ রাকিব, মেহেদী হাসান, আল নাহিন শোভ, নাঈম উদ্দিন, শফিউল আলম, ফজলা হোসাইন রাব্বি, রোমান সরকার, রাজু আহমেদ, মোহাম্মদ মহসিন, সজীব হোসেন, রাজীব দাস, এরশাদ হোসাইন, শাহীনুর রহমান সুরুজ, মাহবুব হোসাইন ও বিপ্লব খুজুর।
জাতীয় হকি খেলোয়াড়- অসীম গোপ, মামুনুর রহমান চয়ন, ফরহাদ আহমেদ সিটুল, তাপস বর্মণ, ইমরান হাসান, রোমান সরকার, রাসেল মাহমুদ জিমি, কামরুজ্জামান, মিলন হোসেন, মাইদুল ইসলাম কৌশিক, কৃষ্ণ কুমার, পুস্কর খিসা মিমো, রেজাউল বাবু, সারোয়ার হোসেন, হাসান যুবায়ের, খোরশেদুর রহমান, আশরাফুল ইসলাম ও জাহিদ হোসেন।
রোলবল খেলোয়াড়- সোহাগ, আরাফাত আলম, হৃদয় হোসেন, ইনতিসার আহমেদ, লিয়াকত লিটু, পিয়াস পাটোয়ারি, অলিউর রহমান, মেহেদি হাসান, আসিফ ইকবাল, নওসীর হোসাইন ডিপ্রো, সাগর হোসাইন, ইমন হাসান, মারুফ হাসান, আবদুল রাকিব, নাসিবা মাহমুদ, জান্নাত জেবিন হিয়া, জেরিন তাসনিম, ইসরাত জাহান, ইমু আক্তার, নুসরাত জাহান, রাদিয়া ফাইবুজ অহনা, সামিয়া জামান, সেতারা আক্তার সুমি, নওসীন তাবাসসুম, বুশরা আক্তার ইতি, আফ্রা নাওয়ার রাইসা ও এম তমালিকা।
শাটলার- ইরিনা পারভীন রত্না, আফরিনা ইসলাম মৌলী, অনামিকা ইসলাম, বিথী সরকার, মিনহাজ মোহাম্মদ ও আবুজর আলী। ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত ও জহুরা আক্তার রেশমা। ভলিবল খেলোয়াড় হরসিৎ বিশ্বাস, শেখ শিহাব আহমেদ, সোহেল রানা, সৈয়দ আতিকুর রহমান, সাইদ আল জাবির, রাশেদ খান মেনন, ইমরান হায়দার, ফখরুদ্দিন, হরশিথ বিশ্বাস, সফিকুর রহমান রাসেল, মহসিন উদ্দিন, নারায়ণ দেবনাথ, মাসুদ হোসাইন ও ইমদাদুল হক।
মককাপের প্লেট পর্বে চ্যাম্পিয়ন অনূর্ধ্ব-১৪ ফুটবলার আতিফ খান, হৃদয়, রাজা শেখ, ফাহিম মোর্শেদ, রাজন কবির, ইয়াসিন আরাফাত, রাসিদুল ইসলাম জিহান, ইমন হাওলাদার, নাজমুল বিশ্বাস, সাইফুল ইসলাম, সানোয়ার হোসেন লাল মিয়া, উত্তম চন্দ্র রায়, শান্ত কুমার রায়, ফয়সাল আহমেদ ফাহিম, মিনহাজুল করিমন স্বাধীন, আরিফ হোসেন, মিরাজ মোল্লা ও মেহেদী হাসান ফাহাদ।
হ্যান্ডবল খেলোয়াড়- ইমরান হোসেন, মেহেদী হাসান, সোহেল রানা, সোহানুর রহমান, হামিদুজ্জামান, রবিউল হোসেন, বিল্লাল হোসেন, ডালিয়া আনকম লোসাই, সামসুজ্জামান সানি, সমির শাকির ইমন, হারমনি ত্রিপুরা, ইলিয়াস শেখ, মাসুম, মাহবুবুর হরমান, রুবিনা বেগম, শিফা আক্তার, সাদিয়া বানু, রাহিমা আক্তার, মাসুদা আক্তার, তাবাসসুম তামান্না পিংকি, চায়না খাতুন, সাহানাজ পারভীন, সাহিনা খাতুন, আশা আক্তার, পিংকি খাতুন, পারুল আক্তার, শাহিনা আক্তার ও পূর্ণিমা রানী।
মহিলা ফুটবলার- মাহমুদা আক্তার, রোকসানা বেগম, তাসলিমা, মাসুরা পারভীন, নারগিস খাতুন, শামসুন্নাহার, শিউলী আজিম, নিলুফা ইয়াসমিন, আনাই মুগিনি, নাজমা, জ্যোস্না, মিসরাত জাহান মৌসুমী, মার্জিয়া, সানজিদা আক্তার, মনিকা চাকমা, ইসরাত জাহান রত্না, তোহুরা আক্তার, আঁখি খাতুন, সুলতানা, মারিয়া মান্ডা, কৃষ্ণরানী সরকার, আনিচিং মগিনি ও সিরাত জাহান স্বপ্না।