৩৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে আরও ১৬০ জনকে প্রথম শ্রেণির নন ক্যাডারের বিভিন্ন পদে নিয়োগের সুপারিশ করেছে পিএসসি। এ নিয়ে এই বিসিএসে উত্তীর্ণ কিন্তু ক্যাডার সার্ভিসে চাকরি পাননি এমন ৫৫৮ জনকে নিয়োগের সুপারিশ করা হল। সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক এ তথ্য নিশ্চিত করে রোববার যুগান্তরকে বলেন, আগামী ৩১ মে পর্যন্ত আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের চাহিদার জন্য অপেক্ষা করব। এরপর আমরা ৩৫তম বিসিএস থেকে দ্বিতীয় শ্রেণির পদের জন্য সুপারিশ শুরু করব।
রোববার সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন সাব-রেজিস্ট্রার পদে। এই পদে ৪২ জনকে সুপারিশ করা হয়েছে। এ ছাড়া সমাজকল্যাণ কর্মকর্তা ২১ জন,  জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সহকারী পরিচালক পদে রয়েছেন ১৯ জন। বাকিরা জনপ্রশাসন ও তথ্য মন্ত্রণালয়সহ সরকারের অন্যান্য দফতরে নিয়োগের সুপারিশ পেয়েছেন। গত বছরের ১৭ আগস্ট ৩৫তম বিসিএসের চূড়ান্ত ফলপ্রকাশ করা হয়েছিল। এতে ৫ হাজার ৫৩৩ জন উত্তীর্ণ হন। তখন বিভিন্ন ক্যাডারে ২ হাজার ১৫৮ জনকে নিয়োগের সুপারিশ করা হয়। বাকি ৩ হাজার ৩৫৯ জনের মধ্যে ২ হাজার ৬২৬ জন নন-ক্যাডারে নিয়োগ নিতে আগ্রহ দেখিয়ে আবেদন করেন। ৩০ আগস্ট নন-ক্যাডার পদে নিয়োগের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ে রিকুইজিশন চেয়ে চিঠি দেয় পিএসসি। তারই পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত ৫৫৮ জন নন ক্যাডার কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হল। বিস্তারিত ফল পিএসসির ওয়েবসাইটে (http://www.bpsc.gov.bd/) প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, ২০১০ সাল থেকে বিসিএসের মাধ্যমে উত্তীর্ণ কিন্তু ক্যাডারে সুপারিশবঞ্চিতদের মধ্য থেকে নন ক্যাডার পদে নিয়োগের কার্যক্রম চলছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn