অন্যরকম এক সন্ধ্যা
এক অন্যরকম সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়ে গেল গত শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমির সংগীত ও নাট্যকলা কেন্দ্র মিলনায়তনে। পুরো শিল্পকলা একাডেমিই যেন পরিণত হয়েছিল সাংস্কৃতিক কর্মীদের উপস্থিতিতে এক অন্যরকম মিলনমেলায়। কবিতা, গান, আবৃত্তি আর স্মৃতিচারণ, সাংস্কৃতিক কর্মীদের মনে করিয়ে দিয়েছে ফেলে আসা প্রিয় মতিহার চত্বর। ‘এসো মিলি প্রাণের টানে’ শীর্ষক এ অনুষ্ঠানে দিনব্যাপী চলেছে রাজশাহী বিশ্বাবিদ্যালয় প্রাক্তন সাংস্কৃতিক কর্মী সম্মিলন এবং কথাশিল্পী হাসান আজিজুল হকের বক্তৃতা। এই অনুষ্ঠান আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রাক্তন সাংস্কৃতিক কর্মীবৃন্দ। এবারের আয়োজনের বিশেষ দিক ছিল বিশিষ্ট কথাশিল্পী হাসান আজিজুল হকের বক্তৃতা।
এ পর্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ড. আনিসুজ্জামান, এমিরিটাস অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার এবং সাহিত্যিক-সাংবাদিক গোলাম মুর্শিদ। কথাশিল্পী হাসান আজিজুল হক তার বক্তৃতায় শিক্ষা, সংস্কৃতি, সাংস্কৃতিক আন্দোলন এই রকম নানা বিষয় নিয়ে কথা বলেন এবং অনগ্রসর অবস্থা নিয়ে তার হতাশা ব্যক্ত করেন। তিনি উপস্থিত সুধীদের অনুরোধ করেন এই অনগ্রসরমানতা নিয়ে চিন্তা করার জন্য এবং সংশ্লিষ্ট মানুষদের কাছে এর কারণ ও প্রতিকার জানার জন্য। সারা দিন কবিতা, গান, আবৃত্তি আর স্মৃতিচারণ এবং আনন্দ আড্ডার পর বক্তৃতা পর্বটি শুরু হয় রবীন্দ্র সংগীত শিল্পী লাইসা আহমেদ লিসার গান দিয়ে। পুরো অনুষ্ঠানটি পরিচালনা এবং সঞ্চালনা করেন সৈয়দ আপন আহসান।