সেই থেকেই তাকে চিনি
মিহির চক্রবর্তী(ফেসবুক থেকে)- সম্ভবত ১৯৭২ বা ৭৩ সালের প্রথমার্ধের দিকেই একবার কি একটা অনুষ্ঠানে জানি সতীশ চন্দ্র বালিকা বিদ্যালয়ে যাই আমাদের এক মামা ধ্রুব ভট্টাচার্যের সাথে (বর্তমানে এল,জি,আর,ডিতে কর্মরত, মল্লিকপুর)। সেখানেই তাকে প্রথম দেখি। শুনলাম তিনি একজন জাসদ নেতা, তেজস্বী পুরুষ। পাজামা পাঞ্জাবী পরিহিত চেহারায় প্রবল একটা ব্যাক্তিত্বের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। তিনি জামালগঞ্জ উপজেলার ফেনারবাক গ্রামের ততকালীন সুনামগঞ্জ মহকুমার প্রাক্তন ছাত্রলীগ সভাপতি জনাব মজিবুর রহমান চৌধুরী, যিনি একজন বীর মুক্তিযোদ্ধাও ছিলেন। খুবই জ্বালাময়ী ভাষায় বক্তৃতা করলেন, তীব্র শানিত ভাষায় সরকারের সমালোচনা করলেন। সেই থেকেই তাকে চিনি। তিনি আজ সিলেটের একটা ক্লিনিকে মৃত্যু বরন করেছেন। বীর এই মুক্তিযোদ্ধার বিদেহী আত্মার শান্তি কামনা করি। তার শোক সন্ত্রস্ত পরিবারের প্রতি রইল অশেষ সহানুভুতি। প্রকাশ থাকে যে তিনি বর্তমান প্রেসিডেন্ট জনাব আব্দুল হামিদের বন্ধু ও সহপাঠী ছিলেন।