দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলার প্রতিবাদে চার দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন সংগঠনটির দফতর সম্পাদক দেলোয়ার শাহজাদা। এ কর্মসূচি পালনে রোববার রাতে সারাদেশের বিভিন্ন ইউনিটকে চিঠিও দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।চার দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে, ২৮ মার্চ মঙ্গলবার সকাল ১১টায় জঙ্গিবাদের বিরুদ্ধে সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগর শাখায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ২৯ মার্চ বুধবার সকাল ১১টায় জঙ্গিবাদের বিরুদ্ধে সারা দেশের বিভিন্ন উপজেলা, থানা, হল ও পৌরসভায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ১ এপ্রিল শনিবার সকাল ১১টায় সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন ও ৪ এপ্রিল মঙ্গলবার সারাদেশে জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে গণস্বাক্ষর অভিযান কর্মসূচি।

কর্মসূচির বিষয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন পরিবর্তন ডটকমকে বলেন, ‘জঙ্গিবাদের বিরুদ্ধে জন সচেতনতা বৃদ্ধির লক্ষে ছাত্রলীগ ৪ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। এর মাধ্যমে দেশের সাধারণ মানুষ ও তরুণ প্রজন্মকে জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতন করে তোলা হবে। আমরা এ কর্মসূচির মাধ্যমে বাংলার প্রত্যেক ঘরে ঘরে আমাদের আহ্বান পৌঁছে দিব।’ তিনি আরো বলেন, ‘ইতোমধ্যে মৌলবাদ ও জঙ্গিবাদ নির্মূলে বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচি সফল করতে দেশের সকল বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, উপজেলা/থানা, হল ও পৌরসভা শাখাকে নির্দেশ দেওয়া হয়েছে। আমরা এতে সকলের অংশগ্রহণ কামনা করছি।’

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn