বেপরোয়া পথচারীদের ছবি স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হবে বিলবোর্ডে
এবার চীনের রাস্তায় চলাফেরা করতে গেলে ভেবে চিন্তে পদক্ষেপ নিতে হতে পারে আপনাকে। বিশেষ করে আপনার বেপরোয়া চলাফেরার ক্ষেত্রে। কারণ আপনি যদি বেপরোয়া চলাফেরা করেন তবে আপনার ছবি সম্বলিত আপনার বিভিন্ন তথ্য ভেসে উঠবে সেখানে থাকা বড় বিলবোর্ডের স্ক্রিনে। যা আপনাকে লজ্জায় ফেলতে পারে। এমনটিই জানিয়েছে চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়া। জানা যায়, ফেসিয়াল রিকগনিশন এর মাধ্যমে বেপরোয়া পথচারীদের খুঁজে বের করে তা বিলবোর্ডের স্ক্রিনে প্রদর্শন করা হবে। অর্থ্যাৎ সড়কের পাশে থাকা সিসি ক্যামেরা সয়ংক্রিয়ভাবে বেপরোয়া পথচারীর বেশ কিছু ছবি তুলবে। এরপর ফেসিয়াল রিকগনিশেন এর মাধ্যমে ওই পথচারীর তথ্য খুঁজে বের করা হবে। যা আগে থেকেই জমা রয়েছে প্রদেশটির প্রাশাসনিক ডাটা বেজে। সবশেষ ১৫ সেকেন্ডের ভিডিও এবং ওই ব্যক্তির তথ্য বড় একটি বিল বোর্ডে প্রদর্শিত হবে। জানা যায়, চীনের চারটি প্রদেশে বর্তমানে এই সুবিধাটি চালু হয়েছে। এতে সড়ক দুর্ঘটনার হার কমবে বলে আশা করছে কর্তৃপক্ষ।