কুমিল্লার চান্দিনার খাদঘর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসে তল্লাশি চালানোর সময় পুলিশের ওপর বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে হামলাকারী দুই দুর্বৃত্তকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি ছুরি ও চারটি হাতবোমা উদ্ধার করা হয়। এদের মধ্যে একজনের গায়ে গুলি লাগে। মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। কুমিল্লা পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছেছেন।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন জানায়, কক্সবাজার থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস খাদঘরে পৌঁছুলে হাইওয়ে পুলিশ তল্লাশির জন্য গাড়িটি থামায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই দুর্বৃত্তরা গাড়ি থেকে নেমে পালিয়ে যাওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে একটি বোমা বিস্ফোরণ ঘটায়। পুলিশও পাল্টা গুলি নিক্ষেপ করলে একজন গুলিবিদ্ধ হয়।

এসময় পুলিশ ঘটনাস্থল থেকে দু‘জনকে আটক করে এবং তাদের কাছ থেকে একটি ছুরি ও ৪টি বোমা উদ্ধার করা করে বলে জানান ওসি। তিনি আরও জানান, বোমা বিস্ফোরণে পুলিশের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আহতকে স্থানীয় চান্দিনা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn