স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক অধ্যাপক ড. মো. হাফিজুর রহমানকে স্ত্রীর সঙ্গে ‘আপসের শর্তে’ জামিন দিয়েছেন আদালত। বুধবার দুপুরে রাজশাহীর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জুলফিকার উল্লাহ তার জামিন মঞ্জুর করেন। মামলার শুনানির জন্য নির্ধারিত দিন পর্যন্ত তিনি জামিনে থাকবেন।
জানা গেছে, সোমবার রাবির ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক হাফিজুর রহমানের বিরুদ্ধে আদালতে যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ করেন তার স্ত্রী। আদালত অভিযোগটি মামলা আকারে গ্রহণ করে এ শিক্ষকের বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি করেন। মামলার এজহারে বাদী উল্লেখ করেন, আসামি হাফিজুর রহমানের সঙ্গে ২০০৪ সালের ৩১ জানুয়ারি তার বিয়ে হয়। তাদের দুই সন্তানও রয়েছে। তবে দীর্ঘদিন যাবৎ হাফিজুর রহমান যৌতুক দাবি করে স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো।
সর্বশেষ গত ৩০ এপ্রিল হাফিজুর রহমান ৫০ লাখ টাকা যৌতুক দাবি করে স্ত্রী-সন্তানদের ভাড়া বাড়িতে রেখে চলে যান। পরে তার স্ত্রী নানাভাবে আপস করার চেষ্টা করে ব্যর্থ হওয়ায় আদালতে মামলা দায়ের করেন। বাদীর আইনজীবী অ্যাডভোকেট শামসাদ বেগম মিতালী জানান, মামলার বাদীর সঙ্গে আপসের শর্তে হাফিজুর রহমান জামিন পেয়েছেন। তিনি বলেন, বাদী আপস করবেন কিনা সে বিষয়ে এখনও আমার আলাপ হয়নি। পরবর্তী শুনানির তারিখ পর্যন্ত তাকে আদালত জামিন দিয়েছেন। মামলার আসামি অধ্যাপক হাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আদালত থেকে জামিন পাওয়ার সত্যতা স্বীকার করেন। তবে তিনি ও তার স্ত্রী এ বিষয়ে গণমাধ্যমে কোনো কথা বলতে রাজি হননি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn