বিশ্ব স্বাস্থ্য সংস্থার শুভেচ্ছা দূত হলেন পুতুল
দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ‘শুভেচ্ছা দূত’ হিসেবে দায়িত্ব পেয়েছেন অটিজম বিষয়ক বাংলাদেশের জাতীয় উপদেষ্টা পরিষদের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন পুতুল। বৃহস্পতিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে ডব্লিউএইচও’র দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক পুনম ক্ষেত্রপাল সিং আগামী দুই বছরের জন্য পুতুলকে সংস্থাটির শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগের এই ঘোষণা দেন। এসময় পুনম ক্ষেত্রপাল সিং বলেন, অটিজম শনাক্তকরণে সায়মা ওয়াজেদ হোসেন স্বতঃস্ফূর্তাবে ক্রমাগত যে শ্রম দিচ্ছেন তা প্রশংসনীয়। পাশাপাশি আক্রান্তদের দুর্ভোগ কমাতে ও সচেতনতা তৈরিতেও তিনি তাৎপর্যপূর্ণ অবদান রেখে চলেছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার শুভেচ্ছা দূত হলেন পুতুল দৈনিক সিলেট ডট কম : July 6, 2017 9:08 pm| সংবাদটি 70 বার পাঠ করা হয়েছে দৈনিকসিলেটডেস্ক:দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ‘শুভেচ্ছা দূত’ হিসেবে দায়িত্ব পেয়েছেন অটিজম বিষয়ক বাংলাদেশের জাতীয় উপদেষ্টা পরিষদের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন পুতুল। বৃহস্পতিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে ডব্লিউএইচও’র দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক পুনম ক্ষেত্রপাল সিং আগামী দুই বছরের জন্য পুতুলকে সংস্থাটির শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগের এই ঘোষণা দেন। এসময় পুনম ক্ষেত্রপাল সিং বলেন, অটিজম শনাক্তকরণে সায়মা ওয়াজেদ হোসেন স্বতঃস্ফূর্তাবে ক্রমাগত যে শ্রম দিচ্ছেন তা প্রশংসনীয়। পাশাপাশি আক্রান্তদের দুর্ভোগ কমাতে ও সচেতনতা তৈরিতেও তিনি তাৎপর্যপূর্ণ অবদান রেখে চলেছেন।