যে কারণে কুদ্দুস বয়াতির নামে মামলা করবেন ফকির আলমগীর
অনুমতি না নিয়ে গানের সুর হুবহু নকল করার অভিযোগে বাউল শিল্পী কুদ্দুস বয়াতির বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর। ফকির আলমগীরের বিখ্যাত ‘ও সখিনা গেছস কিনা ভুইলা আমারে’ গানটি নকল করে লেখা হয়েছে ‘ও মর্জিনা গেছস কিনা ভুইলা আমারে’। আর মূল গানের ‘রিকশার’ জায়গায় বসানো হয়েছে ‘ট্যাক্সি’ শব্দটি। নতুন গানটি যৌথভাবে লিখেছেন এম এস প্রীতম ও কুদ্দুস বয়াতি। এ প্রসঙ্গে ফকির আলমগীর বলেন, “গানটি শুধুমাত্র একটি গানই নয়, সমাজ বদলের হাতিয়ার। সেই গানটি বিকৃত করে উপস্থাপন করাটা কিছুতেই মেনে নেব না। এটা এক ধরণের ফাজলামি, প্রতারণার সামিল। আমি মূর্খতা আর অপসংস্কৃতিকে পছন্দ করি না। মামলার প্রস্তুতি নিচ্ছি। তিনি তো (কুদ্দুস বয়াতি) অশুদ্ধ উচ্চারণে গান করেন। আমার গান গাওয়ার অধিকার উনাকে কে দিয়েছেন?” তবে বিষয়টি নিয়ে মোটেও উদ্বিগ্ন নন কুদ্দুস বয়াতি। তিনি বলেন, “আমার ‘পাগলা ঘোড়া’ গানটির সুর অনেকেই অনুমতি না নিয়ে ব্যবহার করেছে। আর আমি তো গানটা ডিজিটালি উপস্থাপন করছি।” নতুন গানটির রেকর্ডিং ইতোমধ্যে শেষ হয়েছে। কয়েকদিনের মধ্যে মিউজিক ভিডিও তৈরির কাজ শুরু করবেন বলেও জানিয়েছেন কুদ্দুস বয়াতি।